আমাদের কথা খুঁজে নিন

   

করের বুঝা, ঝড়ের দাপট আর বন্যার কান্নার জন্য জনগনই দায়ী

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ প্রতিবারই বাজেটে কিছু কিছূ পন্যের উপর নতুন করে করারোপ করা হয় বা করের মাত্রা আগের বছরের তুলনায় বাড়ানো হয়। কেন বাড়ানো হয় তা জানি কিন্তু যেটা জানিনা সেটা হলো বেড়ায় যাতে ক্ষেত খেতে না পারে তার জন্য কি ব্যবস্থা থাকছে বাজেটে। বাংলাদেশে জিনিস পত্রের দাম এত বাড়তো না। জীবন যাপন এত কঠিন হতো না। করারোপ এত করতে হতো না যদি- চুরি-ডাকাতি, ঘূষ র্দূর্ণীতি বন্ধ করা যেত।

ছিদ্র-ফাঁক ফোকর বন্ধ করতে পারলে, পাম্প দিয়ে পানির মত টাকা টানা! ফাইল গান ঠেকিয়ে টাকা নেয়া বা ফোঁটা ফোঁটা বা চুঁইয়ে চুঁইয়ে পড়া সরকারী সম্পদের অপচয় যদি বন্ধ করা যায়। জ্বালাও পোড়াও, ভাংচুরের রাজনীতি যদি বন্ধ করা যেত, হরতাল যদি ঠেকানো যেত তাহলে পদ্মাসেতুর জন্য বিশ্বের কাছে ভিখীরির মত হাত পাততে হতো না। গাছ পালা যদি না কেটে লাগানো হতো। বুড়িগঙ্গাকে যদি মেরে না ফেলতো তাহলে পাগলা ঝড়ের কবলে পড়তো না বাঙ্গালী। ডুবতোও না বন্যার পানিতে।

আর জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া হয়েছে বাঙ্গালীদের কারেনই। বাংলাদেশের হাল বেহাল হয়েছে বাঙ্গালীদের কারনেই। দেশটির জনগন যতোদিন না সৎ ও সচেতন হবে ভোগান্তি তাদের পিছু ছাড়বে না। হাসিনা খালেদার কিছুই হচ্ছে না। না কষ্ট না ভোগান্তি।

এবং বাকী জীবনেও ওসব ওদের ছুঁতে পারবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।