আমি হীরা ইউল্যাবের পুরো ঘটনার একটা আর্কাইভ ও ধারাবাহিক ঘটনাপক্রিয়ার একটা সুবিন্যস্ত তথ্যাদির পোস্ট দেবার প্রয়োজনীয়তা অনুভব করলাম।
ঘটনার শুরু এই পোস্ট থেকে (এই পোস্টটির ভিজিটিং স্ট্যাটাসটিকস চমকে দেবার মতো!)
ইউল্যাব নামধারী কিছু বখাটে যুবক একজন নারীকে প্রকাশ্য দিবালোকে যৌন হয়রানি করেন। সে হয়রানির প্রতিবাদ করার কারনে উল্লেখিত পোস্টদাতাকে লাঞ্চিত করা হয়। সে তখন ব্লগে এসে গনপ্রতিবাদ ও প্রতিশোধের আয়োজন করে। পরবর্তীতে ইউল্যাব সামহোয়্যার কতৃপর্ক্ষকে দফায় দফায় বিবৃতি পাঠায়।
সেগুলোও বেশ চাতুর্যপূর্ণ।
ইউল্যাব বিবৃতি ১:
ইউল্যাব বিবৃতি ২:
ইউল্যাব বিবৃতি ৩:
ইউল্যাব মেকি তদন্ত কমেটি ঘটন করে। কিন্তু ব্যাপারটি যে স্রেফ একটা আইওয়াশ এটা বুঝতে পেরে তদন্ত কমিটির মেম্বার সামু ব্লগ প্রতিনিধি সম্প্রতি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
সবশেষে, সম্প্রতি ইউল্যাবের ডেপুটি ডিরেক্টর নাসিমা খন্দকার একটি ব্লগে বিভ্রান্তিমূলক একটি লেখা প্রকাশ করেন একাধিক বিশেষ নিকে। পুরো ব্যাপারটি ফিউশন ফাইভ ওরফে লোকালটক হাতে নাতে প্রমানসমেত ধরে ফেলেছেন।
পুরো ব্যাপারটি ফিউশন ফাইভ ওরফে লোকালটক হাতে নাতে প্রমানসমেত ধরে ফেলেছেন। (এই পোস্টের কমেন্টেও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, তথ্য এবং প্রমান উঠে এসেছে)
সেই নাসিমা খন্দকারই আমারব্লগ ডট কমে একটি পোস্ট লিখে সামহোয়্যার, প্রথমআলো এবং আপামর ব্লগারদের বিরুদ্ধে বিষোদগার করছে এবং হুমকি-ধমকি দিচ্ছে:
ইউল্যাবের সাথে নাসিমা খন্দকারের সম্পৃর্কত্তার প্রমান এখানে।
ইউল্যাব নাটকের যবনীকাপাত হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেটা কেমন হবে? দেখে নিন এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।