আমাদের কথা খুঁজে নিন

   

ইজরায়েলকে তুষ্ট করতেই পশ্চিমারা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইজরায়েলকে তুষ্ট এবং নিজেদের সমস্যা আড়াল করতেই পশ্চিমারা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার দেশটির ইসলামি বিপ্লবের কর্ণধার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ২৩তম শাহাদাত বার্ষিকীতে দেয়া ভাষণে এমন অভিযোগ করেন তিনি। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক সংকট থেকে বিশ্ববাসীর নজর এড়াতে তাঁর দেশের পরমাণু কর্মসূচি নিয়ে হইচই করছে তারা। এ সময় ইরানে হামলা হলে ইজরায়েলকে উপযুক্ত জবাব দেবার হুশিয়ারিও দেন খামেনি। এদিকে, তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করতে সক্ষম বলে দাবী করেছেন ইরানের এক পদস্থ কর্মকর্তা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।