আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফিরিস্তার মতুন প্রভুর ইজ্জত ফিরত দে, নইলে আমি তোর সুম্মান কাইরা লমু .....

,,,কুয়াশার আড়ালে লুকানো ঘটনা কুয়াশার চাদরে জড়ানো সকালের মোহনীয় রূপের মত নিস্পাপ, নিস্কলঙ্ক, নির্মোহ নয়,,, কত্ত বড় কথাটা কইসে শুনসেন? দেশপ্রভুরা নাকি সঅঅঅঅব চোর!!! সঅঅঅঅব নাকি ডাকাইত!!! যারা দয়া কইরা ভাতে কাপড়ে বাচায়া রাখসে, যারা সারাদিনে ১০ ঘন্টা কইরা কারেন্ট দিতাসে, যারা বেডরুমে না হইলেও-ড্রয়িংরুমে নিরাপত্তার ব্যবস্থা করসে, যারা পানির লাইনে পানি দিতাসে (হোক না সেইটা পোকায় ঠাসা, ময়লা ভরা), যারা ফ্রিতে অক্সিজেন দিতাসে, যারা বিচারপ্রার্থী নারীগোরে স্বামীর সোহাগ দেয়ার চেষ্টা করতাসে, যারা সাংঘাতিক ভাইগোরে সাইজে আনসে, যারা দেশের বেবাক মানুষের নুবেল পাওনের লাইগা ওয়াইন তরিকা বাতলাইয়া দিতাসে, যারা কুইক-রেন্টালের বোঝা আমাগো উপরে চাপাইয়া দিসে, যারা ঘরে ঘরে চাকরীর মূলা ঝুলাইসে, যারা বিবি বাচ্চার মায়া ভুইলা, সংসারের চিন্তা না কইরা, এই দেশটারে সুনায় সুনায় ভইরা দিবার লাইগা আইসে…………………(উউফফফফফফফ লিস্টি বানাইতে বানাইতে হাপাইয়া গেসি) হেগো মত কামেল মানুষ গুলানরে কয় কিনা চুর –ডাকাইত। এই অপবাদের বিচার চাইবাম কই? এই অপবাদের কালি মুসবো কেডা? হারা দুইন্নার মাইসষে বিল্লাপ কইরা কান্দুন লাগসে, আর আমি চিল্লাইবার লাগসি- আমার ফিরিস্তার মতুন প্রভুর ইজ্জত ফিরত দে, নইলে আমি তোর সুম্মান কাইরা লমু।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।