আমাদের কথা খুঁজে নিন

   

সাফল্যকে নিয়ন্ত্রণ করতে শিখুন...

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! ** এটা কাউকে উপদেশ দেয়ার জন্য না। সফলতা নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ মাত্র। সফলতা কি? কি ভাবে সফল হওয়া যায় ? - মানুষের এ এক চিরন্তণ প্রশ্ন। যার উত্তর সে নিজে ব্যাতিত আর কেউ দিতে পারে না। কেউ যদি ভেবে থাকে -- ওমুকের কাছে গেলে, বা ওমুক বই পড়লেই আমি সফলতার চাবিকাঠি পেয়ে যাব।

তবে এ এক নিছক ভ্রান্ত ভাবনা। আমি সফলতা বলতে বুঝি-- "সফলতা মানে নিজের ভেতর থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা এবং গন্তব্যের শেষ মাথায় পৌছানোর অনুভূতি লাভ। " আর একবার খেয়াল করে দেখুন। এখানে একটা বিষয় খুব পরিষ্কার- সফল হতে গেলে তাহলে কি লাগে। ১. একটা নির্দিষ্ট লক্ষ্য।

২. গন্তব্যের শেষ মাথা অবধি পৌছানো। ৩. কাঙ্খিত অনুভূতি লাভ। সফলতা একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা এবং গন্তব্যে শেষ অবধি পৌছানোর একটা অনুভূতি মাত্র। যখন আপনি গন্তব্যে পৌছাবেন, মানুষ তখন আপনাকে বাইরে থেকে প্রশংসা করবে। আপনাকে সফল বলবে।

আপনার মত হতে চাইবে। আসলে এ প্রশংসা, আপনার মত হতে চাওয়া একেবল আপনার সফলতার স্বীকৃতি মাত্র। আপনি যদি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর পর, এ ধরনের প্রশংসা, স্বীকৃতি নাও পান- তবে কি বলবেন আপনি সফল হন নি ? তাহলে আপনি কি করে সফল হবেন ? -- আপনাকে শুধুমাত্র আপনিই সফল করতে পারেন। এবং সেটা করতে হবে একান্ত আপনারই। তাও নিজের ভিতর থেকে।

দেখুন উপরের বিষয় গুলো আপনি এই পর্যন্ত অনেক বার পড়েছেন, শুনেছেন, বুঝেছেন। ডেল কার্নেগী, শিব খেরা, ড: লুৎফর রহমান এত বার পড়ার পরেও কেন তাহলে আপনার ভিতর আমার এই পোষ্ট পড়ার ইচ্ছা জাগল? কেন আপনার মনে হচ্ছে আপনি সফল, না ? আসলে আপনি সফল হতে চান। ভাবলেন যদি কোন শর্টকার্ট পথ থাকে ? না সফলতার কোন শর্টকার্ট পথ নেই। তবে হতাশ হবেন না। শর্টকার্ট পথ হয়ত নেই, তবে পথ আছে ।

আমি আপনাকে সেই পথের সন্ধান দিতে পারব না। কারণ আপনার সফলতার পথটা আমি চিনি না। পৃথিবীর কেউ চিনে না। শুধু মাত্র আপনি ছাড়া। তবে আমি আপনাকে সফল হতে না - সফলতার সেই পথটা খুব সহজে চিনে নিতে সাহায্য করতে পারি।

(চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।