ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ ২য় পর্ব দেখার জন্য এখানে দেখুন
এই তো সেদিন আমরা বিশ্ব শান্তিরক্ষী দিবস পালন করলাম। বাংলাদেশী সৈনিকদের নিয় অনেক আলোচনাও হল। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিক ভাইয়েরা কেমন দিন কাটায় কি কাজ করে তা জানার অনেক আগ্রহ ছিল। সেই সূত্রেই শান্তিরক্ষা মিশন ফেরত একজন বাংলাদেশী সৈনিক ভাই এর মেমরী কার্ড এ সংরক্ষিত কিছু ছবি আজ উপস্থাপন করলাম। কিছু ছবি এমন অবস্থায় তোলা যে, মনে হচ্ছিল এডিট করা প্রয়োজন কিন্তু আপাতত এডিট ছাড়াই প্রকাশ করলাম।
যারা দেখবেন তারা যদি আপত্তি করেন তাহলে আপত্তিকৃত ছবিগুলো এডিট/ডিলিট করে দেব। তবে আমি নিজে হতবাক হয়ে গেলাম ছবিগুলো দেখে, কি বিভৎস! শতকোটি সালাম জানাই শান্তিরক্ষী মিশনে কাজ করা আমাদের দেশের সেইসব সৈনিকদের!!! কি পরিমাণ মনোবল নিয়ে তারা সেখানে অবিরাম পরিশ্রম (আসলে সেবা বলা ভাল) করে যাচ্ছেন। নিজে না দেখলে অনুধাবন করতে পারতাম না।
ছবিগুলো যতদূর জানি কঙ্গোতে তোলা। কোন ক্যাপশান দিলাম না (আসলে কোন ক্যাপশান দেবার প্রয়োজন নাই)।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
অনুভুতি জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব আগামীকাল (চলবে...........) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।