আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে তাঁহার বোধদয় হয়েছে!

আমি যা বলতে চাই... অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি সাম্প্রতিককালে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন! পাশাপাশি কাজের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন তিনি। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে তাঁর এ বোধদয় হয়েছে। সাংবাদিক নির্যাতনকারী পুলিশ বাহিনীর পক্ষে সাফাই গাওয়া এ মন্ত্রী সম্ভবত সরকারের শীর্ষ মহলের চাপে ও নানামুখী সমালোচনার মুখে পড়ে এ পথ বেচে নিয়েছেন। তাঁকে বাধ্য হয়ে বলতে হয়েছে, ‌‍‌‌‌'‌‌‌নির্যাতনের ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। এসব ঘটনায় দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আরো ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ আগের চেয়ে ভালো হয়েছে মন্তব্যকারী এ মন্ত্রীর মন্তব্যটি সাংবাদিকসহ বিভিন্ন মহলের সমালোচনার খোরাক হওয়ার পাশাপাশি তাঁর এ মন্তব্যের জন্য প্রধানবিরোধী দল বিএনপি'র পক্ষ থেকে তাঁর পদত্যাগও দাবি করা হয়েছে। এখন দেখার বিষয় তাঁর পুলিশ বাহিনী থেকে সাংবাদিকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করেও কতটুক নিরাপদ থাকতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।