আমাদের কথা খুঁজে নিন

   

শস্যের চেয়ে টুপি বেশি; ধর্মের আগাছা বেশি......

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা.... শস্যের চেয়ে টুপি বেশি; ধর্মের আগাছা বেশি- সৈয়দ ওয়ালি উল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সার্বজনিন উক্তি করেছেন বটে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় বিশেষ করে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল মাদ্রাসার সাথেই এতিমখানা শব্দটি শোভা পায়। এতিমখানায় গরীব, এতিম ও অসহায়দের জন্য লিল্লাহ ফান্ডে সাধারণ মানুষ তথা সমাজের বিত্তবানরা নিয়মিত দান, খয়রাত, যাকাত, ফেৎরা, ছদকা ইত্যাদি প্রদান করেন ধর্মীয় অনুশাসন মোকাবেলা করবার জন্যে। অথচ এতিমের হক কোন মাদ্রাসা কতৃপক্ষ সঠিক ভাবে আদায় করে বলে বিশ্বাস করিনা। প্রায় সব মাদ্রাসাতেই ২/৩/৪ রকমের রান্না হয় স্ট্যাটাস অনুযায়ী।

এতিমদের ভাগ্যে জোটে নিরামিষ ঝুটা বাসি পরিত্যাক্ত খাবার। এতিমরাও প্রতিশোধ নেয়; সুবিধাফল ভোগ করে তবে শিক্ষা জীবন শেষে অধীনস্ত অন্য এতিমদের হক মেরে। সমস্ত এতিমের নামে প্রাপ্ত ভিক্ষা বিত্ত বেশির ভাগ মাদ্রাসার হুজুরদের পোশাক আশাক ও রঙিন মোবাইলে চিক চিক করে। মানুষের দান বন্ধ হলে দেশের সব মাদ্রাসা অচল হয়ে যাবে অথচ এসব মাদ্রাসার অকৃতজ্ঞ বিশ্বাস ঘাতক কিছু ওলামা নামধারী ইদানিং তাদের রিযিকের উসিলা মানুষের উপর আপত্তিকর চাপ সৃষ্টি করছে। আদতে মাদ্রাসা ও এতিমখানা এবং এর সাথে সংশ্লিষ্টরা রাষ্ট্র তথা সমাজের বোঝা।

এ বোঝার ওজন ক্রমাগত বাড়ন্ত; ভাবনার বিষয়, এ কাল ওজন বহনযোগ্য নয়। সাপের ধর্ম সাপের কাছে; মানুষের ধর্ম মানুষ পালন করে। তবে সাপ মানুষকে বিশ্বাস করে না; মানুষ সাপকে বিশ্বাস করে দুধ কলা খাইয়ে পোষে। এজন্যে মানুষ আশরাফুল মাখলুকাত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।