আমাদের কথা খুঁজে নিন

   

BCS ও মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি-নাতনিদের জন্য ৩০% কোটা । কোটা কি মেধার মূল্যায়ন !!!

সকালে উঠেই BCS এর পূর্নরুপ মাথায় আনতে চেস্টা করেও পারছিলাম না । কেননা BCS নিয়ে কখনই কোন আগ্রহই ছিল না । তাই BCS নিয়ে ঘাটাঘাটি করে যা মনে হল: এবার ৩৩তম BCS পরিক্ষায় অংশ নিচ্ছে ১,৮৩,৬২৭ জন । আর পদ মাত্র ৪২০৬ । অর্থাৎ প্রতিটি পদের জন্য ৪৩ জন করে কলম যুদ্ধে নামছেন ।

৩১তম BCS এ ক্যান্ডিডেট সংখ্যা ছিল ১,৬৩০০০ । ৩২ তম BCS স্পেসাল ছিল । অংশ নিয়েছিল ২৪০০০ । এখন আসি কোটার হিসাবে । মেয়েদের জন্য কোটা ১০%, জেলাভিত্তিক কোটা ১০%, উপজাতিয় কোটা ৫% ।

এসব কোটার বিষয়ে আমার কোন দ্বিমত নেই । কেননা এখানে যোগ্যরাই কোটার আওতায় পরে । আর মুক্তিযোদ্ধার সন্তান থেকে শুরু করে নাতি-পুতি হলেও তারা ৩০% কোটা সুবিধা পাবেন । মেধার সাথে এ কোটা সিস্টেম কতটা হাস্যকর তা কেউ একটুও ভাবি না । আর অন্ধ আওয়ামীলিগের কেউ এ কথাটা শুনলে বলবে তুমি যুদ্ধঅপরাধী ।

জিনিসটা এমন দারায় যে আপনি একাউন্টিং পারেন না ব্যাংকের চাকরি করেন । একবার শুনেছিলাম মেডিকেল ভর্তি পরিক্ষায় ২৪০০০ তম ছাত্রকেও ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল কোটার সুযোগে আর কেউ আশপাশে না থাকায় । কোটায় ৩০% হয় ১২৬২ জন । ৪২০৬ থেকে বাদ দিলে হয় ২৯৪৪ । এখন হিসাব করে দেখেন আপনাকে যুদ্ধে নামতে হবে ৬২.৪ জনের বিরুদ্ধে ।

আপনি মেধাবি, বেশি জানেন আর আপনি ৮০ নাম্বার পেয়েও চান্স পাচ্ছেন না । অন্যদিকে আমি কিছু পারি না, পড়াশুনাও কম বুঝি অথচ কোটার আওতায় থাকায় ৫০ পেয়েই চান্স পাচ্ছি । তারমানে দেশকে আপনি কার হাতে তুলে দিচ্ছেন ? আমি দেশের জন্য কতটা ভাল কিছু দিতে পারব যতটা না ৮০ নাম্বার পাওয়া ছেলেটা দিতে পারত !! না আমি এটা বলছি না কোটা উঠানো হোক । আমি বলছি কোটাটা যৌক্তিক করা হোক । মেধা কখনই কোটা দিয়ে বিবেচনা করা যায় না ।

ওহ ভাল কথা যে জন্য এ লেখা BCS এর পূর্নরুপ : Bangladesh Civil Service । সোজা বাংলায় অনেকে বলে থাকেন জনগনের চাকর । যদিও চাকরি পাওয়ার পর তারা হন হয় দলীয় চাকর নয়তো টাকার চাকর...... বি.দ্র: পক্ষ-বিপক্ষ থাকবেই আশা করি সুন্দর ভাষায় আলোচনা হবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।