ঢাকা, ৩১ মে /2012 : মালয়েশিয়াগামী ৩০৭ জন যাত্রী নিয়ে ঢাকা বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট পালকি।কুয়ালালামপুরগামী ০৮৬ বিমানটি সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করার সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বিমানের ফ্লাইট ইনকোয়ারির ডিউটি অফিসার রেজাউল ইসলাম জানান, ০৮৬ নম্বর বিমানটি ৩০৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময় সোয়া সাতটায় ঢাকা ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে ৫৫ মিনিট পর ফিরে আসে। এখন আবার ছেড়ে যাওয়ার চেষ্টা চলছে।” কিন্তু কথা হচ্ছে এই ঘটনা অহরহ হচ্ছে , আর বিমান শিডিউল ফেইল করে যাচ্ছে প্রতিদিন ।হারিয়েছে অনেক রুট , এবার বিরাট ঋণের বোজা নিজের কাদে নিয়ে বিমান কোমায় পড়ে যাচ্ছে - তাহলে নাম বদল করে কোটি কোটি টাকা খরচ কেন করা হয় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।