আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... মৌমিতা , শুধু তোমার জন্য , আমি - মাথার খুলিতে পেরেক গেঁথে বিকৃত জোছনায় নাচব তক্ষক নৃত্য অথবা গলায় দড়ি বেঁধে অজস্রকাল , আমৃত্যু ঝুলে থাকব বৈদ্যুতিক পাখায় । মৌমিতা শুধু তোমার জন্য - সামগ্রিক রাত্রিজুড়ে পান করে যাব অ্যালকোহল , আর সিগারের ধুম্রজাল মিশে যাবে মৈথিত নিঃশ্বাসে , অতঃপর উড়ে যাব বিরঞ্জিত - নিকৃষ্ট সন্ধ্যার দৈহিক বাতাসে । জানি কোনদিন পারব না ছুঁতে - কোন কুমারীর নাভিমূল অথবা আকাঙ্ক্ষিত নগ্ন যুবতীর সংরক্ষিত এলোচুল ! দৈনন্দিন আদিম বাতাস কেপে কেপে যাবে কোন এক কামমোহিত মায়া হরিণীর গানে , আর আমি অজস্র শুন্যতা কাঁধে নিয়ে হেঁটে যাব কুহকিনী মৌমিতা , তোমারই টানে । মৌমিতাকে সেদিনমাত্র দেখেছি বালিকা , কেন বালিকারা ধীরে ধীরে এতো সুন্দরী হয়ে যায় ? কাজল চোখে ইতিউতি চায় , কেন রঞ্জিত ঠোঁটে কামিনীর মত হাসে ? যারে দেখে তারেই ভালোবাসে । মৌমিতা চেয়ে থেকো অপলক অন্ধকারে , হন্তক রাত্রিজুড়ে বুনে চলো বিষণ্ণতার সোপান । আর চৌরঙ্গীতে চেয়ে দেখো কোন এক বিভ্রান্ত যুবক মৃত্যু পেয়ালা হাতে বসে আছে জাগতিক অমাবস্যায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।