আমাদের কথা খুঁজে নিন

   

চলো আজ একসাথে রই...

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ চলো আকাশ দেখি, আজ রাতে তুমি আমি মিলে শুনি আর ঝিঝিদের গান ডাহুকের কান্না, জোনাকির বিরহ জ্বালা বুঝি করে দিই উজাড় আজ খন্ডিত প্রাণ। এসো আজ মেঠো পথে হাঁটি ধুসর বিকেল হলে পরে.. দেখি আজ, ধান-গরু,বাশ বন আবার অনেক দিন পরে । চলো আজ এক সাথে হই... কোনো এক বকুলের তলে দোষ কী, পাখিদের মত তুমি আমি একসাথে হলে??? এসো আজ অনেক দিন পরে তুমি আমি কিছুক্ষন এক সাথে রই। আবার অনেক দিন পরে, চলো আজ প্রাণ খুলে হাসি হৃদয়ের চাওয়া গুলো হোক না তা বাসী চলো আজ প্রাণখুলে হাসি। মুছে ফেলি সব জরা,গ্লানি তুমি আমি দুইজনে একসাথে,একরাতে একপাতে মিশে যাই,আবার সোনালী দিন দুই জনে একসাথে আনি........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।