বৃত্তি দিচ্ছে তুরস্ক সরকার : The Scientific and Technological Research Council of Turkey (TUBITAK ) . থাকা-খাওয়া, বিমান ভাড়া, পড়া-শোনা, গবেষণা সবকিছু এক্কেবারে ফ্রি ।
বিষয় : Natural Sciences, Engineering and Technological Sciences, Medical Sciences, Agricultural Sciences, Social Sciences and Humanities in Turkish Universities.
কারা এই বৃত্তির জন্য আবেদন করিতে পারিবে : Students from Least Developed Countries (LDCs). বাংলাদেশ কি LDC তালিকাভুক্ত দেশ ? উত্তর : জ্বি হা । জাতিসংগের LDC তালিকায় বাংলাদেশের নাম খুব পরিস্কারভাবে দেখা যায় । কিছু বলার নাই আমার । তালিকা দেখতে মন চাইলে এই খানে দেখতে পারেন ।
http://www.unohrlls.org/en/ldc/25/
* লেবেল : MSc and PhD
* কোথায় : Turkey
* কিভাবে আবেদন করিতে হইবে : অনলাইনে
* কখন আবেদন করিতে হয় : বছরে দুইবার আবেদন করা যায়
2nd term; July - August
1st term; January - February
এই প্রজেক্ট নাকি দশ বছর ধরিয়া চলিতে থাকিবে আর তাই প্রতি বছর আবেদন করিতে পারিবেন বলিয়া মনে হয় ।
* কিভাবে আবেদন করিতে হইবে বিস্তারিত সব এই খানে :
http://www.2235.tubitak.gov.tr/node/1
এইগুলা না পড়িলেও চলিবে তবে পড়লে দেশটির প্রতি আগ্রহ তৈরী হতে পারে আর আগ্রহ তৈরী হইলে বৃত্তির জন্য আবেদন করিতে পারেন, এই আরকি । হাহাহা ।
***
ইউরোপের দরজা = তুরুষ্ক
ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে পড়েছিলাম।
টারকী নামে পরিচিত পশ্চিমা বিশ্বে ।
দেশটি কেন এখনো ইউরোপিয়ান ইউনিয়নের পুর্ণ সদস্য হইতে পারেনাই , অনেকে বলেছেন বিষয়টি পলিটিক্যাল - কারণ ইইউ মেম্বার দেশ বলগেরিয়া, রুমেনিয়া, লাটভিয়া থেকে জিডিপির দিক দিয়ে এগিয়ে আছে তুরুষ্ক ।
***
Turkey :
Founding members of the Council of Europe since 1949.
Associate member of the European Union and its predecessors since 1964.
The country formally applied for full membership, the European Council announced that membership negotiations with Turkey were officially opened on 3 October 2005.
EU customs territory since the entering into force of the EU–Turkey Customs Union in 1996.
Turkey member Council of Europe, NATO, OECD, OSCE and the G-20 major economies.
* আমার মনে হয় তুরুষ্ক যেতে পারলে খারাপ হবেনা । চেষ্টা করে দেখতে পারেন ।
* মিয়া মুস্তাফিজের ফেসবুক আইডি
http://www.facebook.com/meah.usa
টুইটার : https://twitter.com/#!/meahmostafiz
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।