জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আমার দুমদুমা স্বাস্থ্য আর তোমার মাথাব্যথা কত গবেষনা আর মেদ কমানোর পায়তারা। রিসার্চ পেপার আর লেখায় কত চিন্তাধারা ভেবে ভেবে মাথার একমাত্র চুল পাকাপাকা। আগেও ওই আমি কি লিখছি তাই নিয়ে হট্টগোল তাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কি যে বানাও তালগোল। আমি কি ভাবছি কি করছি তাই ভাবনা মাথায় আর কি এইসবই করে কি যাতনা ?? পহেলা ফাগুন করি না দেখে কি যে তোমার উৎসবের আয়োজন, দেখাও লোভ বাড়াও আমার গত বৈশাখের কি যে দেখালে আর কি যে করলে আমায় খুঁজে খুঁজে আকাশ-বাতাসকেও হইচই দেখালে !! ওগো আমার দুষ্টু তারা পুটুস পুটুস ঘুট্টু তারা আকাশে জ্বলে জ্বলে রবিকেও সারথী বানালে আমার ঘুটুম হট্টি হট্টি হইহুল্লুর কট্টি কট্টি পড়ে পড়ে এখন গাল দুটি খুব লাল হয়েছে, ওই বুঝি হার্টবিট ও চরম বেড়েছে, ঘামছ বুঝি এই শীতেও মিষ্টি তোমার হাসিটাকে চরম করে আদর দেওয়া। আমার ভাবনা আর আমার কথা তোমার মাথায় ঘুরপাকে ওগো আমার দুষ্টু তারা পুটুস পুটুস ঘুট্টু তারা তোমায় আমার অনেক অনেক ভালবাসা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।