আমাদের কথা খুঁজে নিন

   

০০১ > কোন মিস্তোরি বানাইয়াছে? _ কাঠ পেন্সিল কিভাবে বানায়?

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com আমরা কত কিছুই না ব্যবহার করি প্রতিদিন... কিন্তু এই জিনিস কিভাবে বানায় তা দেখিনাই... "কোন মিস্তোরি বানাইয়াছে?"শিরনামে এই রকম কিছু জিনিস কেমনে বানাইছে তা ছবি আর ভিডিও দিয়া লেখার চেস্টা করবো.. পেন্সিল:- জীবনে পেন্সিল ব্যবহার করেনাই এমন কাউকে খুজে পাওয়া যাবেনা... ১৫৫০ এর দিকে দিকে ইংল্যন্ডে গ্রাফাইড এর স্তর আবিস্কৃত হবার পরে আধুনিক পেন্সিলের আবিভাব হয়... নিচের ভিডিওতে দেখুন কিভাবে কাঠ দিয়া পেন্সিল তৈরি করা হয়... কিছু তথ্য:- ১টা পেন্সিলে প্রায় ৩০ মাইল লম্বা দাগ আকা যায়... ১টা পেন্সিলে প্রায় ৪৫০০০ শব্দ লেখা যায়... পেন্সিল দিয়ে সব যায়গাতেই লেখাযায়... মহাশুন্যে... পানির নিচে...উপর করে .. আগে গোল পেন্সিলের প্রচনলন ছিলো!! কিন্তু এখন কেন ৬কোনা >>> যাতে পেন্সিল গড়িয়ে টেবিল থেকে পড়ে না যায় এবং কাঠের খরচও একটু কমে যায়...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।