আমাদের কথা খুঁজে নিন

   

কী লিখব আমি খেরো খাতায়?

রাকিবুল ইসলাম খোকন্। খালি ছাগু খেদাইতে মন চায়, ভার্চুয়ল ছাগু কিলার ,আপনাগো ডিজিটাল পাগলা। চারিদিকে শুধু হাহাকার--লিখি আমি ব্লগে শীর্ন আঙুলে ঝংকার তুলি--মনের আকুতি! তুমি কোথা? -যেথায় থাকে ভারাক্রান্ত মথি! নিরিবিলি বসে ভাবছো কি? তুমি ই কি আমি? ভাবিছো বসে কি হবে আগামী পোস্ট! সবে জানে তুমি নালায়েক​! পারিবে না দিতে সেথায়.... হুম! আমি অক্ষম!! হলাম নাহ​য় চক্ষু সঙ্গম​!! দেখি তে তো পারি? তাহা পার... প্রেম, জালা, প্রতিবাদ জন্মিবে কবে শুনি..... যখন পাবো প্রেরনা অঙ্গুলিকর্মকারদীগ হইতে!! বি:দ্র: অঙ্গুলিকর্মকার (ব্লগার​) নালায়েক ব্লগার কর্ত্ক সমার্থিত॥॥॥।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।