################## গণকরণিকা 011 # প্রতারকের নিত্যপরিণতি আত্মপ্রতারণা ============================ (জনসাধারণকে কেউ যদি এখানে কোনোভাবে ধোঁকাবাজিতে ফেলার পরিকল্পনা করে, সে যে আত্মপ্রতারিত, এতে কোনো সন্দেহ নেই। আত্মপ্রতারিতরা যেন স্মরণে রাখে, তারা নিজেদেরকে মহাকৌশলী এবং জনগণকে নির্বোধ ভেবেছিল আর গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে তাদের মালিককেই ধোঁকা দেবার চেষ্টা করেছিল।) স্মরণকাল থেকে আজ পর্যন্ত, যত প্রতারক ধার্মিক সাধু সেজে সরলবিশ্বাসী জনসাধারণের মধ্যে আস্থা এবং বিশ্বাস অর্জনের জন্যে জনসমাবেশে লোকভুলানো আচরণ প্রদর্শন করেছে এবং করছে, তারা কেহই কখনো বলেনি এবং আগামীতেও বলবে না যে, সে কেবল নিজের বা তার নিজের দলের স্বার্থান্বেষী, --বরং, তারা নিজেদের অজান্তেই,- ‘আমরা নিজেদের স্বার্থে কিছুই চাই না, আমরা সকল সর্বহারা, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, মজলুম, অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে লড়ে যেতে চাই, --আমরা দেশ ও দশের কল্যাণে আত্মনিবেদন করতে চাই--ইত্যাদি ইত্যাদি..’ –ধরণের শ্রুতিমধুর মুখস্থ বাক্য শুনিয়েছে এবং আজও শোনায়। জনগণও বরাবরের মতোই শোনে আর নীরবে মুচ্কি হাসি হাসে। জনগণ কখনোই নির্বোধ নয়, যদিও প্রতারকেরা নীরবকে নির্বোধ মনে করে এবং বার বার আত্মপ্রতারিত হয়। এবং এটাই প্রতারকদের অনিবার্য পরিণতি। করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ১৩/০৪/২০১৩খ্রি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।