আমাদের কথা খুঁজে নিন

   

রোজিন খালামনি তোমাকে অনেক Miss করব । আজকের সড়ক দুর্টনায় হারালাম প্রিয় এক জন মানুষকে

সাধারন ব্লগার আপনারা হয়ত অনেকেই জানেন আজ কেরানিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন মৃত্যুবরণ করেন । এর মধ্যে একই পরিবারের ৯ জন । এই পরিবারের এক জন হলেন আমার মায়ের ছোট বেলার বান্ধবী রোজিন খালামনি । সাথে মারা যায় লেলিন আঙ্কেল এবং তাদের ২ সন্তান । আরো অনেকে View this link পুরো স্তব্ধ হয়ে গেছি ।

কি বলব বুঝতে পারছি না । ছোট বেলার কত স্মৃতি মনে পরে গেল । আগে বাবা মা ঝগড়া শুরু করলেই খালামনিকে বাসা থেকে ডেকে নিয়ে আসতাম । প্রতি দিন চকলেট কিনে নিয়ে আসত আমার জন্য । আর প্রতি মাসে খেলনা ।

প্রতি দিন এক বারের জন্য হলেও আসত আমাদের বাসায় । এখন আর আসবে না । আর কিছু বলতে পারছি না । কীবোর্ডে হাত চলছে না । আগে কখনো এত কান্না পায় নি ।

। শুধু বলব খালামনি তোমাকে অনেক Miss করব । তোমার এবং বাকি সবার আত্মার মাগফেরাত কামনা করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।