আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকগন ঘটনার কতটা দুরত্ব বজায় রাখবেন,তার কি দিক নির্দেশনা থাকা উচিৎ?

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দিয়েছেন। এ নিয়ে কতটা দুরত্ব বজায় রেখে সাংবাদিকগন তাদের সংবাদ গ্রহণ করবেন, তা ভাবতে গিয়ে আমার মতন বে-আক্কেলেরও আক্কেল গুরুম হয়ে গিয়েছে। আলোচ্য ভিডিওটিতে আন্দোলনকারী এবং সাংবাদিকগন এক মাত্রায় হয়ে গিয়েছিলেন। তবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কথার সাথেও আবার একমত হতে পারলাম না। যত কাছ থেকে সংবাদ সংগ্রহ করা দরকার তা তো উনারা করবেনই পেশাগত স্বার্থে। অবশ্য উনি আরও কি উদ্দেশ্যে বলে থাকতে পারবেন। তা তো অবশ্য বলতে পারবেন বিশেষজ্ঞগন। ভিডিও সুত্রঃ দৈনিক প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।