অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১৭ জুন থেকে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে নিবন্ধন ও বিভিন্ন ধরনের সনদের জন্য ফি জমা দেয়া যাবে। অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। প্রাথমিক অবস্থায় ঢাকা ও নারায়ণগঞ্জে এ সেবা চালু হবে। ইপিবি সূত্রে এ তথ্য জানা যায়।
অনলাইন ব্যাংকিংয়ে ফি দেয়ার জন্য ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এর অনুমোদন দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী ১২ জুন ইপিবি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি সই হবে। কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য রবিউল ইসলাম বণিক বার্তাকে বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানের অনেকের কারখানা ও কার্যালয় গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জসহ ঢাকার পাশের এলাকাগুলোয়। এসব স্থান থেকে জিএসপি সনদ নেয়ার জন্য এসে লম্বা লাইনে দাঁড়িয়ে পে-অর্ডার জমা দেয়ার কারণে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হতো। অনেক সময় পে-অর্ডার দিয়ে সনদ প্রাপ্তিতে অবৈধ অর্থ লেনদেন করতে হতো।
এ ব্যবস্থা চালু হলে সব বিড়ম্বনা শেষ হবে বিষয়টি এমন নয়। তার পরও বিড়ম্বনা কিছুটা হলেও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইপিবির মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ বলেন, ‘এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকার এবং ব্যবসায়ী উভয়ের স্বার্থেই। এ প্রক্রিয়া দুই পক্ষের কাজকেই অনেক এগিয়ে নিতে সাহায্য করবে। আর ইপিবির সব কার্যক্রমই ধীরে ধীরে অনলাইন ব্যবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
’
ব্র্যাক ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টোডিয়াল সার্ভিসেস অ্যান্ড প্রবাসী ব্যাংকিংয়ের খাজা শাহরিয়ার বলেন, বর্তমান সরকার দেশের ডিজিটাইজেশনের জন্য বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এর আগে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) আরজেসির (রেজিস্ট্রার অব জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস) সঙ্গেও এ ধরনের চুক্তি করেছি। বেসরকারি খাতের ব্যাংক হিসেবে সরকারি সংস্থার সঙ্গে এ ধরনের সেবা চুক্তির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছি। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।