আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে......... "ইজাজ উদ্দিন আহম্মেদ কায়কোবাদ" আমার বিনম্র শ্রদ্ধা তুমি গ্রহণ করো। তুমি আমাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছ কিভাবে এই নোংরা, পঙ্কিল, আবর্জনায় নিমজ্জিত সমাজেও তোমার মতন একজন মানুষ হ্যাঁ "মানুষ" এতদিন বেঁচে ছিল! ভূল সময়ে, ভূল সমাজে, তুমি জন্মেছিলে না হলে কি এভাবে তোমাকে চলে যেতে হয়? আমাদের অক্ষমতাকেও যেখানে স্বীকার করতে আমরা কুন্ঠিত হই সেখানে তুমি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলে... বিদায় হে মহামানব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।