আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অগুছালো স্বপ্ন ও ছবির অনুভূতি !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! । এখন এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করুন। তাহলে দেখবেন আর বিদ্যুৎ যাবেনা। :p ১) ছোট কালে চক আর সিলেট দিয়ে লিখতাম ...যখন খুশি তখন মুছে ফেলতাম !! আর একটু বড় হলাম পেন্সিল দিয়ে লিখতাম ... ইরেজার দিয়ে মুছে দিতাম !! কিন্তু বড় হলাম এখন কলম দিয়ে লিখছি ... মুছার কোন পথ নাই ...... মদ্দা কথাটা হলো ছোট কালের ভুল সহজে মুছে ফেলা যায় কিংবা বলতে পারো ভুলে যাওয়া যায় কিন্তু বড় হয়ে ভুল করলে সেই ভুলটা ভুলই থেকে যায় , তার থেকে বের হয়া যায় না !! এই ভুলের রাজ্যে আমি এখন হাবুডুবু খাচ্ছি !! এই ছবিটার কেপশন হইলো ঝুলন্ত স্বপ্ন ২) অর্ধ নগ্ন চন্দ্র জ্যোৎস্নায় মগ্ন নষ্ট চাঁদের কষ্ট জোছনা সহজে ফুরায় না !!! ৩) মন কি তোমার হাওয়ার জলে পালকের মত ভাসে বরফ গলা বাষ্প হয়ে আবার সে কাদেঁ চোকে নিচে কাজল রঙ্গে কি সেই জলে ভিজে !! আদুরে গলায় আবদার নিয়ে সেই চেনা পথেই ছুটে ?? ৪) জানালার বাইরে আমার ঝুলন্ত আকাশ !! এতো কি শূন্য দৃষ্টিতে উদাস মনে ভাবাস /? ৫)নষ্ট যত স্মৃতি, আজ কষ্ট হয়ে বাজুক... দুষিত রক্ত ক্ষরনে তীব্রতর উম্মাদ যন্ত্রনা নৃত্তে নাচুক !! অতঃপর অধারের চির ছেদ করে নিঃষেশ হয়ে শেষ হোক অবসাদে !! ৬)তোমার যত অভিযোগ এবং রাগ আমি চাই আভিমানে পরিণত হোক !! তোমার যত হাসি এবং কান্না আমি চাই মুক্ত হয়ে ঝরে পড়ুক !! তোমার ভাবনায় একটু ঠাইঁয়ের জন্য আমার যত পাগলামীপনা তোমার ভালোলাগায় পরিণত হোক !! আমি চাইতো , রহস্য নয় , কাল্পনিক নয় , বাস্তবিক তুমি আমার মত করেই ভালোবাসো আমায় !! ৭) গোলাম নাই নক্কা নাই তবুও ২১ ডাক দিলাম !! অবশেষে ৭ এ রঙ করলাম !! ভাগ্য এখন আমার হাতে নয় ভগ্য ছেড়ে দিচ্ছি সামের উপর !! দেখা যাক কি হয় !! এইগুলান আমার ফেইসবুক স্ট্যাটাস এবং নিজের সনি সাইবারসোর্ট দিয়ে কিছু অগুছালো ছবি !!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।