চন্দনে রাঙা তরবারী আজম মাহমুদ চন্দনে রাঙা তরবারী আমার শরীরের উপাদেয় অস্ত্র- তোমাকে দেখলেই খাপখোলা তলোয়ার। অথচ আর কোনও বনে গিয়ে হরিণ শিকার ভুলে যায়। কোন মতেই নাঙা তরবারী ক্ষেপে ওঠে না। সেই তলোয়ার হারালো গন্ধটুকুও তোমার শরীরের। আর কি করে বেঁচে থাকার উপযোগীতা অবশিষ্ট থাকে! সবকিছু হারিয়ে যদি বজায় থাকতো রাঙা তরবারীর জৌলুস! আজ তুমি হারিয়েছো- মানে সব হারিয়েছে। আমার খাপখোলা তলোয়ার এখন নিরিহ প্রজাপতি! চন্দনে রাঙা তরবারী লুকিয়ে রাখি সযত্নে যদি কোন দিন তোমার শরীরের চেনা গন্ধ ফিরে আসে... ০৫.০৫.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।