আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই... কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীরা। সোমবার রাতে মহাখালীর আমতলী এলাকার স্থানীয় সন্ত্রাসীরা এই হামলা চালায়। আমতলীর বন ভবনের পাশেই ৯৯ মহাখালীর পঞ্চম তলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়। এর নিচ তলায়ই সন্ত্রাসীরা কর্মীদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক রিফাত নেওয়াজ এবং প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমের পায়ে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অনলাইন এই সংবাদ সংস্থার নতুন কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে অফিস সহকারী রুহুল আমিন নিচে অবস্থানকালে রাত সাড়ে ৮টার দিকে এলাকার এক সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। কার্যালয়ের দায়িত্বরত সাংবাদিকরা খবর পেয়ে নিচে গিয়ে ওই সন্ত্রাসীকে আটকে পুলিশে খবর দিলে মহল্লার সন্ত্রাসীরা জড়ো হয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা কার্যালয়ের নিচ তলার শাটার খুলে সাংবাদিকদের ওপর হামলা চালায়। রিফাত ও প্রীতমের পায়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। এছাড়া অফিস সহকারী দেরও পিটিয়েছে সন্ত্রাসীরা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।