আমাদের কথা খুঁজে নিন

   

বলেত না পারা কথামালা!!!

পরে বলব কেমন যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি কেবল... একই নাটকের পুনরাবৃত্তি করে যাচ্ছি প্রতিদিন... এলার্মের বিরক্তিকর শব্দে ঘুম ভাঙ্গে সেই সক্কালে... হাত-মুখ ধোঁয়া, নাস্তা করা, গোসল করা প্লাস-মাইনাস... এভাবেই চলে অফিস যাওয়ার প্রস্তুতি... সারাদিন অফিসে... ফিরতে ফিরতে কোনদিন ১০টা, কোনদিন ১১টা... রাতের খাওয়ার সময় চলে যায়... এরই মাঝে টিভি দেখা বা পেপার পড়া কিংবা গল্পের বইয়ে চোখ বুলানো... ততক্ষণে চোখজোড়া নিভুনিভু করতে শুরু করে... অতএব ঘুম... আরেকটা দিনের সমাপ্তি... ... ... প্রতিদিন একই রুটিন... ডায়েরি কিংবা ব্লগ লিখাটাও হয়ে উঠেনা (সামুও ৭দিনের কথা বলে এখনো সেফ করল না)... ক্লান্তি আর নিস্পৃহতায় পেয়ে বসে আমাকে... এই কি চেয়েছিলাম? নিজেকে জিজ্ঞেস করি... উত্তর একটা আসে বটে, কিন্তু মানতে পারিনা- ‘থাকা-খাওয়ার একটা নিশ্চয়তা’... এইটুকুই কি সব??? আমি আসলে জানিনা আমি কী চাই, কোন পথে যেতে চাই... চাওয়া-না চাওয়ার দোলাচলে আহত হচ্ছি বারবার, রক্তাক্ত হচ্ছি প্রতিনিয়ত... এরই মাঝে আবার ভাল থাকার অভিনয় করে যাচ্ছি... হায়রে... বি.দ্র. - যাক, কথাগুলো বলতে পেরে বেশ হালকা লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।