চেন্নাই, ২৮ মে: চেন্নাই: ১৯০/৩। কেকেআর: ১৯২/৫ (১৯.৪ ওভার)।
রাত ১১টা ৪৫। ঘড়িটা কাঁটা কিছুক্ষণের জন্য থেমে গেল কি? তাই হবে হয়তো। কে দেখে ওসব।
সব প্রতীক্ষার শেষ। চার বছরের অপেক্ষার শেষে ফ্র্যাঞ্জাচাইজি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় খেতাব জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। নাটকীয় ফাইনাল জিতে আইপিএল খেতাবের মালিক হলো কলকাতা নাইট রাইডার্স।
একে তো চেন্নাইকে চেন্নাইতে হারানো, তার ওপর আবার ১৯০ রান তাড়া করতে নেমে দলের অধিনায়ককে মাত্র পাঁচ রানে হারানো, তবু কোনো কিছুই থামাতে পারল না কলকাতাকে। মনবিন্দর সিংহ বিসলা নামের অচেনা যুবকের ব্যাটের জাদুতে, কালিসের নির্ভরতা, কিংবা একেবারে শেষে দুই বাঙালি সাকিব-মনোজের উপযোগী ইনিংস জিতিয়ে দিল কলকাতাকে।
প্রথম ইনিংসের শেষে যখন ধোনিরা ১৯০ তুলল তখন কে ভেবেছিল এই ম্যাচের এমন পরিণতি হবে। আসলে এই জয়কে নাটকীয়, অবিশ্বাস্য যাই বিশেষণ দেওয়া হোক সেটা শুধু পোশাকি হয়ে থাকবে। এই যে পুরো প্রতিযোগিতা জুড়ে এত বিতর্ক বেটিং, শ্লীলতাহানি, কালো টাকা নিয়ে এত বিতর্ক সব কিছুকে হারিয়ে ক্রিকেটকে জিতিয়ে আইপিএল জিতল শাহরুখের দল।
ম্যাচ জয়ের পর মাঠে নেমে শাহরুখের আবেগের বিস্ফোরণ দেখা গেল। গোটা কলকাতা জুড়ে শুরু হয়ে গেল বিজয় মিছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।