ভাল ষ্টুডেন্ট হতে চাই । সাহায্য করুন । স্যার :নাম কি ?
ব্যাক্তি : চাপামদন।
স্যার : বাবার নাম ?
ব্যাক্তি : চাপাকদম।
স্যার : বাসা কোথায়?
ব্যাক্তি : চাপাইনবাবগঞ্জ।
স্যার : কর কি ?
ব্যাক্তি : চাপাবাজি।
স্যার : এতই যখন চাপা চাপা তখন একটা চাপা দেখাও।
ব্যাক্তি : আমাদের বড়ির রুমগুলো এত বড়বড় যে এক রুম হতে অপর রুম যেতে আআিাউপেলেন লাগে।
স্যার : সন্ধি কাকে বলে ।
ব্যাক্তি : পরে ছিলাম ।
ভুলে গেছি । তবে তিনটি শব্দ মনে আছে ।
স্যার : তাই বল ।
ব্যাক্তি : তাকে সন্ধি বলে।
স্যার : রহিম গাছ থেকে পড়ে গেল।
এখানে পড়ে যাওয়া কোন পদ?
ব্যাক্তি : মহাবিপদ
স্যার : করিম পুকুরে গোসল করছে । এটা কোন কাল ?
ব্যাক্তি : গ্রীস্মকাল।
স্যার : ভাল্লুকের লোম বড় বড় কেন?
ব্যাক্তি : বনে কোন সেলুন নেই।
স্যার : নবাব সিরাজ-উ-দোল্লার গলা কে কেটেছিল?
ব্যাক্তি : ইদুরে।
স্যার : কেন ? কেমন করে ?
ব্যাক্তি : আমার সমাজ বইয়ে নবাব সিরাজ-উ-দোল্লার ছবির গলা ইদুরে কেটেছিল।
স্যার : আলেকজেন্ডারের একাট বৈশিষ্ট বল।
ব্যাক্তি : তিনি একচোখা ছিলেন।
স্যার : কেমন করে ?
ব্যাক্তি : তিনি ধনী গরীব সকলকে এক চোখ দিয়ে দেখতেন।
স্যার : তোমার একটি গুন বল।
ব্যাক্তি : একটি স্মৃতিশক্তি বেশী , অন্যটি ভুলে গেছি।
স্যার : কখনও সুন্দরবনে বাঘ শিকার করেছ ?
ব্যাক্তি : হ্যা । বাঘের লেজ কেটেছি।
স্যার : মাথা কাটনি কেন ।
ব্যাক্তি : ওটা আগে থেকেই কাটা ছিল।
স্যার : তুমি এখন যেতে পার
ব্যাক্তি : আমার চাকরীটা ?
স্যার : হবে না।
ব্যাক্তি : বড় সাহেবকে ঘুষ দিলে হবে ?
স্যার : আস্তাক ফিল্লা।
ব্যাক্তি : ম্যানেজারকে ঘুষ দিলে হবে ?
স্যার : নাউযুবিল্লাহ ।
ব্যাক্তি : আপনাকে ঘুষ দিলে হবে ?
স্যার : বিসমিল্লাহ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।