হারতে শিখিনি কোনদিন । হারবও না । মানব সমাজের গতিশীলতার দরুন প্রতিনিয়ত সেখানে চিন্তাধারার পরিবর্তন হয় । পরিবর্তন হয় সমাজ ব্যাবস্থার । কোন পরিবর্তন হয় ভাল , কোনটা হয় খারাপ ।
খারাপ গুলো আস্তে আস্তে ডেকে নেয় ধ্বংসের দিকে । যেটার আরেক নাম সামাজিক অবক্ষয় । অনেক কারনে অবক্ষয় হতে পারে । মানুষের চিন্তাধারার পরিবর্তন এখানে বড় ভূমিকা রাখে । চিন্তাধারার পরিবর্তনের সাথে সাথে সমাজও পরিবর্তন হয়ে রুপ নেয় ভিন্ন আকারের ।
বিশ্বব্যাপী সামাজিক অবক্ষয়ের হার বেড়েই চলেছে । এতে সরাসরি অনেক ব্যাক্তি ভূমিকা রাখার জন্য দায়ী ।
সমকামী সেক্স তেমনি একটি প্রকৃতি বিরুধী অবস্থান । যার কারনে অনেক সমাজ , অনেক দেশকে খেসারত দিতে হচ্ছে । ভেংগে পড়ছে সামাজিক অবকাঠামো ।
ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে পাস হয়েছে সমকামী আইন । তাতে ব্যাপক অশান্তি হচ্ছে । আমেরিকার প্রেসিডেন্টও ইদানীং সমকামীদের অধিকার নিয়ে বলাতে সেই দেশের পত্রিকাগুলো লিখেছে ওবামা আমেরিকার প্রথম gay প্রেসিডেন্ট ।
গে সেক্সকে অনেকেই খারাপ মনে করেন না । সামাজিক অবক্ষয়ের জন্যই এমনটি ঘটে ।
যদি সঠিক মুল্যবোধটা তাদের মাঝে জাগ্রত থাকত তবে এই রকম কখনো তারা ভাবত না । বিশ্বের কোথাও এর বিরুদ্ধে জোর গলায় ব্যাবস্থা নেয়া হচ্ছে না ।
তারমানে বিশ্বব্যাপী এই অবক্ষয়টা চলছে ।
আমাদের বাংলাদেশে সমকামীদের এত আনাগোনা দেখা যায় না । কিন্ত এই জিনিসটা আমদানী করার পেছনে কাজ করছে অনেক লোক ।
হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা মুভিটি তেমনি কাজ করবে ।
বাংলাদেশে সমকামী ভিত্তিক কোন চলচ্চিত্র প্রকাশ করলে ব্যাপারটা শুভ ফল বয়ে আনবে না । ঘেটুপুত্র কমলা ছবিটিকে এখন অনেকেই বাংলাদেশে সমকামীতার আবির্ভাব হিসেবে দেখছেন । এখন এই ব্যাপারে হুমায়ুন আহমেদের সমালোচনা করলে তাতে কারো ক্ষেপে উঠার কারন নেই । আমি নিজেও হুমায়ুন আহমেদের ভক্ত ।
তিনি অবশ্য এতটুকু বুঝতে পেরেছেন যে ছবিটা বাচ্চারা দেখলে ভয়ংকর হবে ।
তাই বাচ্চাদের উদ্দেশ্যে তিনি বলেছেন- বাচ্চাদের প্রতি অনুরোধ রইল তোমরা এই ছবি দেখ না ।
বাচ্চারা এটা না দেখে থাকবে না । তাই প্রথমে GAY BOY হবে বাচ্চারা ।
তাই সামাজিক অবক্ষয় ঠেকানোর জন্যই দরকার - মুভিটি বাতিল করার ।
সবার ভালর জন্য । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।