আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস এস৬১০২

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   স্যামসাং কিছুদিন আগে তাদের গ্যালাক্সি সিরিজের গ্যালাক্সি ইয়ং বা গ্যালাক্সি ওয়াই এর ডুয়েল সিম ভার্শন স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস বাজারে ছাড়ে। নাম একই হলেও এর ডুয়েল সিম ভার্শনে অনেক ফিচারও বদল করা হয়েছে।

১০৯গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ১২মিলিমিটার। এতে আছে ৩.১৪" মাল্টিটাচ স্ক্রিন, স্যামসাং টাচউইজ ফিচার সহ। সেটটি আপাতত শুধুমাত্র কালো রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে .৮৩২গিগা হার্জ প্রসেসর, ২৯০এমবি র‍্যাম, ৫১২এমবি রম, ইন্টারনাল মেমরি ১৬০ এমবি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং ফিচার সহ ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে 2048x1536 মেগাপিক্সেল মাপের ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার সুবিধা তো থাকছেই। এস৬১০২ এ আছে ১৩০০ mAh ষ্ট্যাণ্ডার্ড ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং ৩৬০ ঘন্টা স্ট্যান্ড বাই সুবিধা দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং ৩৩ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। অপারেটিং সিস্টেম থাকছে এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড।

এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস এস৬১০২ এর দাম পড়বে ১৬,৫০০ টাকা। পাবেন সকল স্যামসাং আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।