আমাদের কথা খুঁজে নিন

   

এভারেষ্টের চুড়ায় বাংলার দ্বিতীয় নারী !

নিশাত মজুমদারের পর এভারেষ্টের চুড়ায় বাংলার দ্বিতীয় নারী ওয়াসফিয়া !অভিন্দন ওয়াসফিয়াকে । বাংলার নারীর স্বপ্নগুলো আর ঘুমাবেনা ! স্বপ্ন দেখতে শিখে গেছে আজ বাংলার অবহেলিত নারীরা । তারা আর পড়ে পড়ে মার খাবেনা । যতই অত্যাচার করো যতই তার হাতের কবজী কেটে পেল তাও তারা সাহস হারাবেনা । তারা মাথা উঁচু করে দাঁড়াবেই ! তারা যে স্বপ্নের চুড়ায় উঠার সিঁড়ি চিনে গেছে । এবার শুধু জয়ের নেশাটা ছড়িয়ে দেওয়া চারপাশটাতে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।