আমাদের কথা খুঁজে নিন

   

জেইলব্রেকিং টিউটোরিয়ালঃ iOS 5.1.1 for iPhone, iPad, iPod Jailbreak

নিজেকে চিনতে পারিনি এখনো! আইফোন, আইপ্যাড কিংবা এর জেইলব্রেক নিয়া নতুন করে বলার কিছু নেই! আইফোন/আইপ্যাড ইউজার মাত্রই তার ডিভাইস টি জেইলব্রেক করার জন্য পাগল হয়ে যান, কারন, এপলের হাজার হাজার ডলার দামের সফটওয়্যার তো আর সবার পক্ষ্যে কেনা সম্ভব না, তাই জেইলব্রেক ই ভরসা! কিছুক্ষণ আগে রিলিজ পেল iOS এর সর্বশেষ ভার্শন 5.1.1 এর Untethered জেইলব্রেক যা কিনা সব ধরনের iOS ডিভাইস এ কাজ করে! Absinthe 2.0 Untethered 5.1.1 Jailbreak যেসব ডিভাইস সাপোর্ট করেঃ iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPad1, ipad2 3g/WiFi, iPad3, iPod 3G, iPod 4G, AppleTV2 আসুন এবার দেখি কিভাবে আপনার লেটেস্ট এপল ডিভাইস টি জেইলব্রেক করবেনঃ পুরো প্রক্রিয়াটাকে ৩ ভাগে ভাগ করা যায়ঃ ব্যাকআপ, আপগ্রেড এবং জেইলব্রেক। প্রথমে ব্যাকআপঃ ১. একটি কথা সবসময় মনে রাখবেন, iOS এর যেকোন ধরনের আপগ্রেড, ডাউনগ্রেড করার আগে SHSH Blob ব্যাকআপ রাখবেন। এটা করতে TinyUmbrella ব্যাবহার করেন। ২. আইটিউন দিয়ে আপনার Data ব্যাকআপ করুন। তারপর আপগ্রেডঃ যারা এখনো iOS ভার্শন 5.1.1 এ আপগ্রেড করেন নি, তারা এভাবে আপগ্রেড করেন।

আর আগেই 5.1.1 আপগ্রেড করা থাকলে সোজা নিচে জেইলব্রেক এ চলে যানঃ ১. সর্বশেষ ভার্শনের আইটিউনস ডাউনলোড করেন এখান থেকেঃ Download iTunes ২. আপনার ডিভাইসের জন্য iOS 5.1.1 অপারেটিং সিস্টেম ডাউনলোড করেনঃ Download iOS 5.1.1 ৩. আপনার ডিভাইস টি কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবং iTunes চালু করুন, তারপর আপনার ডিভাইসে রাইট ক্লিক করুন এবং Back Up ক্লিক করুন। ৪. এখন আপনার ডিভাইস টি iOS ভার্শন 5.1.1 এ রিস্টোর করতে হবে। রিস্টোর করতে Shift বাটন চেপে ধরে Restore এ ক্লিক করেন। ( যদি “An internal error occurred.” (3200 or 3004) ) লেখা আসে তাহলে বুঝবেন এপলের সার্ভার বিজি, তাহলে একটু পরে আবার চেষ্টা করবেন। ৫. আর যাদের iPad 3 মানে, The New iPad তারা বরং সরাসরি ডিভাইস থেকেই আপডেট দেন ( Setting > General > Software Update > Download and install) ।

আর যদি আগেই আপনার সফটওয়ার 5.1.1 এ আপগ্রেড করে থাকেন তাহলে উপরের নির্দেশনা মত রিস্টোর করার দরকার নেই, কিন্তু করলে ভাল যারা যারা SAM, Gevbey SIM কিংবা Ultrasn0w দিয়ে আনলক করেছেনঃ iPhone 4S ব্যাবহারকারীঃ SAM একটিভেশন টিকেট ব্যাকাপ রাখা থাকলে কিংবা Gevey Ultra S দিয়ে আনলক করা যাবে iOS 5.1.1 , যেকোন BaseBand এই। iPhone 4 ব্যাবহারকারীঃ SAM একটিভেশন টিকেট ব্যাকাপ রাখা থাকলে যেকোন BaseBand এবং যারা Ultrasn0w ব্যাবহার করেন তারা যদি Unlockable BaseBand Preserve করে রেখে থাকেন তাহলে iOS 5.1.1 আনলক করতে পারবেন। iPhone 3GS ব্যাবহারকারীঃ অবশ্যই Custom iOS 5.1.1 এ রিস্টোর করতে হবে এবং তারপর Ultrasn0w fixer ব্যাবহার করে আনলক করতে হবে! জেইলব্রেইইইইইকঃ ১. Absinthe 5.1.1 untethered jailbreak ডাউনলোড করেন এখান থেকেঃ absinthe 2.0 Download ২. জিপ ফাইল Extract করেন এবং প্রোগ্রামটি রান করেন। ৩. আপনার iPhone/iPad/iPod ডাটা কেবল দিয়ে কম্পিউটারে কানেক্ট করেন। ৪. Absinthe.exe ফাইলটা রান করেন এবং ক্লিক করেন “Jailbreak”. ৫. দেখবেন প্রসেস শুরু হয়ে গেছে।

কয়েকমিনিট সময় নিবে, দেখবেন ডিভাইস রিস্টর হচ্ছে। সবই অটোমেটিক হবে, আপনি সুধু দেখেন বসে বসে। বাস, হয়ে গেল আপনার ডিভাইস জেইলব্রেইইইইইইক source: http://absinthejailbreak.org/ আপডেট ১: একটু এড করি, 3GS-এর জন্য Custom iOS বানাইতে iFaith ইউজ করেন! এবং আপনাদের যাদের জেইলব্রেক করা আছে, তারা CYDIA অন করলেই দেখবেন নতুন SHSH iOS: 5.1.1 দেখাচ্ছে! ওটা TinyUmbrella দিয়ে বেকাপ নিয়ে Custom iOS বানাইয়া নেন! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.