... আবারও হাজির হলাম প্রেডিকশন নিয়ে। এর আগে বছর দুই আগে ফিফা বিশকাপ নিয়ে অনুমান করেছিলাম Click This Link । পুরোটা অবশ্য মিলেনি শেষপর্যন্ত অক্টোপাস পলের ষড়যন্ত্রে। আমার প্রেডিকশন ছিল সেমি পর্যন্ত। তো সেমির লাইনআপের যে চারটা দলকে তুলেছিলাম, উঠেছিল তার তিনটা।
কাগজ-কলমের হিসেবে সাকসেস রেট ৭৫%। অফিসিয়াল বেটিং করলে টু-পাইস কামানো যেত, আফসোসঃ(
যা হোক, ইউরোতে ফিরি। আগে দেখেনিই গ্রুপে কার কী অবস্থান।
গ্রুপ এঃ
পোল্যান্ড, গ্রিস, রাশিয়া, চেক প্রজাতন্ত্র।
গ্রুপ বিঃ
নেদারল্যান্ড, পর্তুগাল, ডেনমার্ক, জার্মানি।
গ্রুপ সিঃ
স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া।
গ্রুপ ডিঃ
ইউক্রেন, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স।
____________________________________
প্রথমে আসি গ্রুপ 'এ' তে। আপাত দৃষ্টিতে সহজ একটা গ্রুপ মনে হলেও সমীকরন ততটা সহজ হবে না। ২০০৪-এর ইউরো চাম্পিয়ন গ্রিস বাদ পড়বে প্রথম রাউন্ডেই।
যৌথ স্বাগতিক পোল্যান্ড ভালো খেলেও গ্রুপের তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে। গ্রুপ চাম্পিয়ন চেক। দ্বিতীয় দল হিসেবে পার হয়ে যাবে রাশিয়া।
এবারে গ্রুপ 'বি'। বলাই বাহুল্য গ্রুপ অফ ডেথ।
ডেনমার্ক কোনও অঘটন ঘটাতে পারবে না। প্রশ্ন হচ্ছে সাথে আর একটা দলের কপাল পুড়বে, সেটা কে? দুঃখজনক হলেও সত্য, ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা এবারও নকআউট পর্বে দেখা যাবে না। নেদারল্যান্ড গ্রুপ চাম্পিয়ন, দ্বিতীয় দল হিসেবে উঠে যাচ্ছে জার্মানি।
গ্রুপ 'সি'। অনেকেই হয় ধরে বসে আছেন, বিশ্বচাম্পিয়ন স্পেন সম্ভাব্য গ্রুপ চাম্পিয়ন।
স্বাভাবিক। তবে না! স্পেন নকআউট রাউন্ডে খেলবে, তবে দ্বিতীয় দল হিসেবে। তাহলে গ্রুপ চাম্পিয়ন কে? ইতালি? না!! অঘটন ঘটিয়ে ২০০৬ বিশ্বচাম্পিয়নরা বিদায় নিবে প্রথম রাউন্ডেই। চমক দেখিয়ে গ্রুপ চাম্পিয়ন হয়ে উৎরে যাবে ক্রোয়েশিয়া! আয়ারল্যান্ডের কপালে ভাত নাই, যদিও দুর্দান্ত প্রতিদ্বন্দীতা করবে। কিন্তু দুর্ভাগ্য।
আসি গ্রুপ 'ডি'-তে। তূলনামূলক সহজ গ্রুপ। খুব বেশী ফায়ারওয়ার্ক আশা করা ঠিক হবে না। যদিও অঘটন ঘটবে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠে যাবে আরেক স্বাগতিক ইউক্রেন।
বাদ পড়বে ফ্রান্স! ফ্রান্সের পথ ধরবে আরেক জায়ান্ট সুইডেন। গায়ে বড় দলের তকমা বলেই কি-না, গ্রুপের প্রথম দল হিসেবে চলে যাচ্ছে ইংল্যান্ড।
_____________________________
তাহলে দ্বিতীয় রাউন্ড শেষে লাইনআপ দাঁড়াল এরকমঃ
এঃ চেক প্রজাতন্ত্র, রাশিয়া।
বিঃ নেদারল্যান্ড, জার্মানি।
সিঃ ক্রোয়েশিয়া, স্পেন।
ডিঃ ইংল্যান্ড, ইউক্রেন।
নকআউট পর্বঃ
চেক প্রজাতন্ত্র Vs জার্মানি- জার্মানি
নেদারল্যান্ড Vs রাশিয়া- রাশিয়া
ক্রোয়েশিয়া Vs ইউক্রেন- ক্রোয়েশিয়া
ইংল্যান্ড Vs স্পেন- স্পেন
__________________________________
সেমির লাইনআপঃ
জার্মানি, রাশিয়া, ক্রোয়েশিয়া, স্পেন।
সেমিঃ
জার্মানি Vs ক্রোয়েশিয়া- ক্রোয়েশিয়া
রাশিয়া Vs স্পেন- স্পেন
_________________________
ফাইনালঃ স্পেন Vs ক্রোয়েশিয়া।
_______________ ০___________________
সব মিলে বলা যায়, গতানুগতিক হিসেবে, অঘটনের সিরিজ ঘটবে এবারের ইউরোতে। চিরাচরিত ইউরোপের বড় দলগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে পূর্ব ইউরোপের লো-প্রোফাইল দলগুলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।