আমাদের কথা খুঁজে নিন

   

ইনডিপেনডেন্ট টেলিভিশনের টক শোতে ভূত!

কবি হতে চেয়েছিলাম... বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগেও ভুতের ভয় তাড়িয়ে বেড়ায় মানুষকে। ভূত নিয়ে এখনও চলছে না বৈজ্ঞানিক গবেষণা। শিল্প-সাহিত্য-নাটক-সিনেমায় ভূত এসেছে নানা ভাবে। সেই ভূত এবার আসছে আজ রাত (২৪ মে বৃহস্পতিবার) ১১টায় খবর-ভিত্তিক চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের টক শো ‘আজকের বাংলাদেশ’-এ। না দর্শকদের ভয়ের কিছু নেই! আসলে ভূত আসছে না।

ভূত নিয়ে আলোচনা করতে আসছেন ভূত দেখার অভিজ্ঞতাসম্পন্ন অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ভূত এফএম খ্যাত ব্যান্ডশিল্পী সুমন, ভূত রেস্তোঁরার সত্বাধিকারি নির্মাতা স্থপতি এনামুল করিম নির্ঝর আর মনের ভূত তাড়ানোর কাজে দক্ষ মনোবিদ-লেখক ডা. মোহিত কামাল। আজকের বাংলাদেশ উপস্থাপনায় আছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) খালেদ মুহিউদ্দীন। ভূত নিয়ে টক শো বিষয়ে তিনি বলেন, ভূত নিয়ে আমাদের সমাজে যেমন, উন্নত বিশ্বেও কুসংস্কার আছে। তবে আমাদের দেশে এটাকে পূঁজি করে একশ্রেণীর প্রতারকচক্র আছে। যাদের জন্য এদেশের মানসিক রোগীরা বিপদে পড়ে।

মূলত ভূতের কারণেই আমাদের দেশের মানুষ মানসিক রোগের বিষয়টি এখনো অবহেলিত। এ দিকটি উঠে আসবে টক শোতে। এছাড়া ভূত নিয়ে মজার ঘটনা, ভৌতিক সাহিত্য আর সিনেমাও নিয়েও আলোচনা হবে আজকের অনুষ্ঠানে। AKBO লিখে স্পেস দিন। লিখুন আপনার নাম ।

স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যেকোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। ইমেইল, ফেসবুক আর টুইটারেও মন্তব্য পাঠাতে পারেন। ইমেইল: ফেসবুক:http://www.facebook.com/AjkerBangladesh টুইটার: @AjkerBangladesh ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.