অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। আজ দুপুরে কিনে আনলাম নাইকন ডি ৩১০০
দাম পড়ল সবকিছু দিয়ে ৪৭,৭০০ টাকা
১৮-৫৫ লেন্স সহ
ডি এস এল আর আগে কখনও ধরা হয়নি।
অন্যের জিনিসে হাত দিতে আমার ভালো লাগে না।
তাই আজই হাতে খড়ি।
আমার বন্ধু রাগিব শাহরিয়ার এর সাথে গেছিলাম ক্যামেরা জোন এ।
বেচারাকে অনেক কষ্ট দিয়েছি। থ্যাংকস টু হিম।
তারপর ক্যামেরা কিনে আপনাদের ভাবির সাথে দেখা করতে গেলাম।
প্রথম ছবিটা তারই তুললাম। এই ক্যামেরাটা আমরা দুজনে মিলে কিনেছি।
ছবিটা দিলাম তার অনুমতি সাপেক্ষে। কেমন হল জানিনা।
আজ ম্যানুয়াল পড়তে বসব।
মেডিকেলের কচকচানি আজ আর মাথায় ঢুকবে না বুঝতে পারছি।
দোয়া রাইখেন আপ্নেরা।
আমার আবার কোনও জিনিসে দেরি সহ্য হয় না। তাই কিনেই কয়েকটা ছবি তুইলা হালাইছি।
যদিও দক্ষতার অভাবে ভালো আসেনি।
তারপরও শেয়ার করছি আপনাদের সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।