আমাদের কথা খুঁজে নিন

   

রাইটহ্যান্ড সাইড = লেফটহ্যান্ড সাইড এর অংক .....[ জেনে রাখা ভালো ]

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । রাইটহ্যান্ড সাইড = লেফটহ্যান্ড সাইড এর অংক ..... [ জেনে রাখা ভালো ] ইকুয়েশান নম্বর – ১ মানুষ = খাওয়া + ঘুম + কাজ + উপভোগ গাধা = খাওয়া + ঘুম সুতরাং মানুষ = গাধা + কাজ + উপভোগ । আবার; মানুষ – উপভোগ = গাধা + কাজ তাই আর এক অর্থে যে মানুষ উপভোগ বা Enjoy করতে জানেনা সে শুধু কাজ করে যাওয়া একটা গাধা । ( প্রমানিত) ইকুয়েশান নম্বর – ২ পুরুষমানুষ = খাওয়া + ঘুম + টাকা কামাই গাধা = খাওয়া + ঘুম তাই , পুরুষমানুষ = গাধা + টাকা কামাই দেয়ারফোর, পুরুষমানুষ - টাকা কামাই = গাধা ।

সোজা বাংলায়, যে পুরুষমানুষ টাকা কামাই বা Earn করতে জানেনা তার সাথে একটা গাধার কোনও পার্থক্য নেই । ( প্রমানিত) ইকুয়েশান নম্বর – ৩ মেয়েমানুষ = খাওয়া + ঘুম + টাকা খরচ গাধা = খাওয়া + ঘুম দেয়ারফোর ; মেয়েমানুষ = গাধা + টাকা খরচ সুতরাং, মেয়েমানুষ - টাকা খরচ = গাধা । অন্য অর্থে বলা যায়, যে মেয়েমানুষ টাকা খরচ বা Spend করতে জানেনা সে একটা গাধা ছাড়া আর কিছু নয় । ( প্রমানিত) অন্তর্বতী ফলাফল / সিদ্ধান্ত ইকুয়েশান নম্বর – ২ এবং ইকুয়েশান নম্বর – ৩ থেকে আমরা পেলাম - টাকা কামাই বা Earn করতে না জানা পুরুষমানুষ = টাকা খরচ বা Spend করতে না জানা মেয়েমানুষ । তাই; সূত্র মতে প্রস্তাব করা যেতে পারে – ( হাইপোথিসিস -১ ) পুরুষমানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে যাতে মেয়েরা গাধা না হয়ে যায় ।

এবং ( হাইপোথিসিস -২ ) মেয়েমানুষ আরামসে টাকা খরচ করে যাতে পুরুষমানুষ গাধা না হতে পারে । সো হোয়াট উই হ্যাভ ? পুরুষ মানুষ + মেয়ে মানুষ = গাধা + টাকা কামাই + গাধা + টাকা খরচ । সর্বশেষ সিদ্ধান্ত এবার উপরের দুটো হাইপোথিসিস থেকে আমরা যা পেলাম - পুরুষ মানুষ + মেয়ে মানুষ = দু’টো গাধা যারা একত্রে সুখে বসবাস করে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।