আমাদের কথা খুঁজে নিন

   

তুমি পুরিপুষ্ট এক পূর্ণবতী যুবতী হয়ে এসো

শাফিক আফতাব------------- জেসিকা, আষাঢ়ের বাতাস, আমাকে পাগল করে তোলে _ কেবলই মনে হয়, তোমার কিশোরী চুলগুলো উড়ছে আমার নাকের ডগায়, কেবলই মনে হয়, বৃষ্টির শব্দে সদরের বাসায় গাছগুলো আঁচড়ে মরছে তোমার আমার মিলনের জন্য ; বৃষ্টির শব্দরা কথা বলছে, আমার মন গলছে, আর তুমি কিছু উষ্ণউত্তাপে অনুকূলে বাতাম তুলেছো, মনের বোতাম খুলছো। জেসিকা আজ আষাঢ়ের কত তারিখ ? জানিনা, যদিও বাংলার অধ্যাপক ; তবু মন বলেছে আমার, আজ সেইদিন, সেই মধুরমুর্হুত, সেইফুলফোটা বর্ষারদুপুর, জেসিকা কতটা সময় কেটে গেলো এই শহরের অতিআধুনিক অভিজাত ইমারতগুলো সেকেলে হয়ে গেলো কত নদী মরে গেলো, আকাশের রং বদল হলো কতশতবার তুমি আর তোমার অনুভব শুধু অক্ষয় আর অবিনাশী চেতনায় থেকে গেলো আমি মধ্যবয়সে বসে তোমাকে ভুলতে চাইলাম ছাত্র, অর্থ আর বৈষয়িক, সংসারী চিন্তায় বুথ হয়ে টাকার ধান্দায় ঘুরতে থাকলাম, ঘুরতে থাকলাম, কিছু পাঠ্যবই লিখে বাড়তি কিছু আয় যদি হয় ! অথচ তোমাকে ভোলা গেলোনা আষাঢ় আসে, আষাঢ় যায়, তোমার ভালোবাসায় বর্ষার প্রথম জল যেন ঝরে পড়ে সদ্যফোটা রজনীগন্ধার পাতায় তুমি পুরিপুষ্ট এক পূর্ণবতী যুবতী হয়ে এসো, তোমাকে দেখেই আমার বুভুক্ষু মন ভরে যায়, ঘাতে আঘাতে জর্জরিত এই শুষ্ক দেহে বেয়ে আসে উচ্ছল বর্ষার জল................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.