আমাদের কথা খুঁজে নিন

   

দুই বাংলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠান

বা ং লা ভা ষা ভা ষী দে র প ত্রি কা ২৭ ও ২৮ মে রবি ও সোমবার ২০১২ বাংলা ভাষাভাষীদের কাগজ ‘লোক’ দু’দিনব্যাপি বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা ও কথাসাহিত্য বিষয়ে সেমিনার, আড্ডা এবং কবিতা পাঠের আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসাবে ২৭ মে ২০১২ সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ ও ভারতে নব্বই দশকের ১১ কবি দর্শনীর বিনিময়ে কবিতা পাঠ করবেন। ২৮ মে ২০১২ দুপুর ২টায় বসবে নব্বই দশকের ১০ কবির কবিতা নিয়ে অগ্রজ কবি-সমালোচকদের মুখোমুখি আলোচনা। একই দিন সন্ধ্যা ৬:৩০টায় প্রখ্যাত কথাসাহিতিক দেবেশ রায়কে নিয়ে বসবে জমাট আড্ডা। এতে অংশ নেবেন বাংলাদেশের কথাসাহিত্য, চলচ্চিত্র, নাটক, চিত্রকলা, কবিতাসহ অন্যান্য অঙ্গণের বিশিষ্ট জনেরা।

তাছাড়া, লোক-এর ১২ বছর পূর্তি উপলে লোক-এ প্রকাশিত সকল লেখকদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি ২৭ মে ২০১২ রোববার। দুপুর ২ টায় দর্শনীর বিনিময়ে কবিতা পাঠের টেকনিক্যাল শো। এতে অংশগ্রহণ করতে পারবেন শুধু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। ২৭ মে ২০১২ সন্ধ্যা ৬:৩০।

দর্শনীর বিনিময়ে বাংলাদেশ ও ভারতের ১১ কবির কবিতাসন্ধ্যা। ২৮ মে ২০১২ সোমবার। দুপুর ২ টা। নব্বই দশকের ১০ কবির কবিতা নিয়ে মুখোমুখি আলোচনা। 'ধ্রুপদী কবিতার উত্তরাধিকার' শীর্ষক এ অনুষ্ঠানে পৌরহিত্ব করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

আলোচক হিসাবে থাকবেন, কবি বেলাল চৌধুরী, অধ্যাপক সৈয়দ মন্জুরুল ইসলাম, অধ্যাপক রফিকউল্লাহ খান, অধ্যাপক ও কবি খালেদ হোসাইন। ২৮ মে ২০১২ সোমবার। সন্ধ্যা ৬ : ৩০। দেবেশ রায়ের একক বক্তৃতা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।