আমাদের কথা খুঁজে নিন

   

রাধাকৃষ্ণের গান

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ শ্যামযমুনায় ঢেউ খেলেছে রাধা তুমি কই? গোপীর নাচন শ্যামের বাঁশী যমুনাকূলে ওই। ভাসো ভাসো তুমি রঙ্গে, গোকূলে গোপীনিসঙ্গে। হৃদ-মাঝারে শ্যামের বাঁশী রাধা তোমায় ভালোবাসি, তোমায় বিনা রাধা আমার নিটোল চোখে জল। ভাসো ভাসো তুমি রঙ্গে, গোকূলে গোপীনিসঙ্গে। দিবস গেল রাত্রি এল চন্দ্র যে উজলা। নীল যমুনায় বাতাস উতল খ’সে পড়ে রাধার আচঁল । ভাসো ভাসো তুমি রঙ্গে, গোকূলে গোপীনিসঙ্গে। উৎসর্গ: দীপান্বিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.