আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের কিছু কমন ত্রুটি

অধিকাংশ মেয়েদের কিছু কমন ত্রুটি- ১. বাড়িয়ে বলা বা কমিয়ে বলা। ২. আংশিক বলা প্রকারান্তরে ডাহা মিথ্যে বলা। ৩. হিংসায় জ্বলা। ৪. রেগে গেলে ভাঙচুর করা। যেমন - গ্লাস, প্লেট, ফুলদানি, কম্পিউটার.. গাড়ীর কাঁচ,প্রভৃতি।

৫. অনধিকার চর্চা। ৬. ফোড়ন কাটা। ৭. বাঁকা কথার চাবুক মারা। ৮. লাই দিলে বাঁদরের মতো মাথায় ওঠা। ৯. উভয় সঙ্কটে ফেলা।

১০. মুখে এক, মনে আরেক। ১১. স্বার্থ সিদ্ধি না হলে বড় সাইজের প্রামনিক বাঁশ উপহার দেয়া। ১২. প্রয়োজনে পায়ে পড়া, প্রয়োজন ফুরালে পায়ে ঠেলা। ১৩. সে যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা। ( অহমিকা।

) ১৪. নিজের মত জোড় করে অন্যের ওপর চাপিয়ে দেয়া। ১৫. প্রিয় খেলা- ঝগড়া করা। ১৬. অবসরে-কূটনামো করা। ১৭. অভিমানের প্রতিযোগীতায় নামা। ১৮. জীবনের লক্ষ্য- বাবার বাড়ীর লোকজনদের আপন করা, স্বামীর বাড়ীর আত্মীয় স্বজনকে ছলে, বলে, কৌশলে দূরে ঠেলা।

১৯.মহান হৃদয় স্বামী হলে সারাদিন কারন ছাড়াই কামড় দেয়। ২০.মশার মতো ছোট ছোট বিষয় নিয়ে কানের কাছে সারাক্ষণ পুন পুন করা। ২১.প্রিয় ড্রামা- আমি সুইসাইড করতে চলেছি। ২২. ঘরে আগুন লাগলে ঘুমন্ত স্বামীকে রেখে প্রিয় ড্রেস নিয়ে পালিয়ে যাওয়া। ২৩.ধোঁকা দেয়া।

২৪.মাদবরী করা। ২৫. ইনিয়ে বিনিয়ে প্রয়োজনে -অ-প্রয়োজনে কান্না করা। ২৬. প্রিয় আদর্শ- মোহাম্মদ আলি ক্লে । ২৭. স্বামীর পকেট থেকে প্রতিনিয়ত টাকা পয়সা ভেনিটি ব্যাগে গুছিয়ে রাখা। ২৮. প্রেমিক বা স্বামীকে সবসময় পঁচিয়ে রাখা।

নিজের গন্ডিতে পেচিয়ে রাখা। ২৯. নাটক করা। ( সেক্সপিয়ার বলেছিলেন- দুনিয়াটা নাকি নাটকের মঞ্চ। !!) ৩০. সব কিছুতে জিততে চাওয়া। ৩১. ফুটানি মারা।

৩২. আগুন উসকে দিয়ে জলের ঠিলা ভেঙে ফেলা। ৩৩. অপরাধে বাধ্য করা, অপরাধ করিয়ে নিষ্পাপ একটি ভাব ধরা। ৩৪. উভয় সঙ্কটে ফেলা। সকলের মধ্যে সব ত্রুটি সমান হারে থাকে না। কারো কারো মাঝে - কিছু কিছু ক্রটি প্রবল থাকে।

অতিরিক্ত হারে উপরোল্লিখিত কোনো গুনাগুন বিদ্যমান থাকলে- অবশ্যই সাইক্রিয়াটিষ্ট-এর শরনাপন্ন হতে হবে। কারো ভেতর সবগুলো সমান হারে বিদ্যমান থাকলে তাকে কি বলা যায় ?> উপাধি বা নামকরন ? এরকম কাউকে চিনে থাকলে - অভিজ্ঞতা শেয়ার করুন----- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।