আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙেছ মন ভাঙছে সংসার। সংসার ভাঙার রোগ এখন মহামারী রুপে আবির্ভূত

সন্দেহপ্রবণতার কারণে সংসার ভেঙে যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সংসার ভেঙে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম সন্দেহপ্রবণতা। এমনকি এ কারণেই আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। তবে এ সন্দেহপ্রবণতা বা বহুল ব্যবহৃত 'সন্দেহবাতিক'-এর ক্ষেত্রে চিকিৎসায় এত দিন খুব একটা আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বাংলাদেশে। তবে এখন উন্নত বিশ্বের মতোই দেশের চিকিৎসকরা সন্দেহপ্রবণতাকে সুস্পষ্ট রোগ বলে শনাক্ত করতে পেরেছেন এবং এর উপযুক্ত চিকিৎসা দেওয়াও শুরু করেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা এ রোগটিকে 'ওথেলো সিনড্রোম' বলে চিকিৎসা দিচ্ছেন। এক কথায় যাকে সংসার ভাঙা রোগ বলে আখ্যায়িত করেন বিশেষজ্ঞরা। তাঁরা এ রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। ঢাকা সিটি করপোরেশনের হিসাব মতে, রাজধানীতে প্রতিবছর প্রায় পাঁচ হাজার সংসার ভেঙে যাচ্ছে। এর বেশির ভাগই স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়া হচ্ছে।

বছরে প্রায় যে পাঁচ হাজার সংসার ভেঙে যাচ্ছে সেখানে মেয়েদের পক্ষ থেকে তালাকের আবেদন থাকে প্রায় ৭৫ শতাংশ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এ এইচ মোহাম্মদ ফিরোজ কালের কণ্ঠকে বলেন, সন্দেহপ্রবণতার অনেক দিক রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 'ওথেলো সিনড্রম'। এতে সাধারণত স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে নিয়ে চারিত্রিক বিষয়ে সন্দেহ করে থাকেন। এ থেকে মুক্তির ক্ষেত্রে সচেতনতা ও চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে এ রোগের প্রবণতা থাকে বেশি। তবে আরেক মনোরোগ বিশেষজ্ঞ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক মোহিত কামাল কালের কণ্ঠকে বলেন, আন্তর্জাতিক একটি গবেষণায় দেখা গেছে, 'ওথেলো সিনড্রম' রোগে পুরুষরা মহিলাদের তুলনায় বেশি ভুগে থাকে। মহিলা ও পুরুষের আক্রান্ত হওয়ার আনুপাতিক হার ১ : ৩.৭৬। ওই চিকিৎসক বলেন, প্যাথলজিক্যাল জেলাসির কারণে সংসার ভাঙা রোগ বা ওথেলো সিনড্রমের উদ্ভব হয়। সংসার ছাড়াও অন্যান্য ক্ষেত্রে এ রোগের প্রবণতা থাকতে পারে, তবে তা খুবই কম।

এ রোগে আক্রান্তরা সাধারণত সারাক্ষণ সন্দেহকে বাস্তবে পরিণত করতে উদ্যত থাকে। এ কারণে একে অপরের প্রতি অবিশ্বাস দ্রুত বিস্তার লাভ করে। ডা. মোহিত কামাল আরো বলেন, 'বাংলাদেশে এখনো ওথেলো সিনড্রম নিয়ে সুনির্দিষ্ট কোনো সমীক্ষা হয়নি। ফলে এ রোগে আক্রান্তদের সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আমরা প্রতিদিন ওথেলো সিনড্রমের রোগী পাচ্ছি এবং দিন দিন তা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

' ব্রিটেনে এ-সংক্রান্ত এক গবেষণায় দেখা যায়, এ ধরনের রোগীদের ১৭ থেকে ৪৪ শতাংশের সঙ্গে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, ৩ থেকে ১৬ শতাংশের সঙ্গে ডিপরেসিভ ডিজঅর্ডার, ৩৮ থেকে ৫৭ শতাংশের সঙ্গে নিউরোসিস এবং পারসোনালিটি ডিজঅর্ডার, ৫ থেকে ৭ শতাংশের কারণে অ্যালকোহলিজম, ৬ থেকে ২০ শতাংশের ক্ষেত্রে অর্গানিক ডিজঅর্ডার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ব্রিটেনে বর্ডমুর হাসপাতালে ভর্তিরত ঘাতক রোগীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ১২ শতাংশ নারী এবং ১৫ শতাংশ পুরুষ প্যাথলজিক্যাল জেলাসিতে আক্রান্ত ছিল। বিশেষজ্ঞরা জানান, ওথেলো সিনড্রম রোগে কোনো ব্যক্তি আক্রান্ত হলে কৌশলের সঙ্গে মূল্যায়ন করতে হবে। কতটুকু অমূলক বিশ্বাস রোগী ধারণ করে, কী পরিমাণ ক্রোধ বা রাগ রোগী বহন করছে। রোগীর ভেতর প্রতিশোধপরায়ণ মনোবৃত্তি থাকলেও সতর্ক হতে হবে।

রোগী তার সঙ্গীকে বিপর্যস্ত করে তোলে কি না, তা যাচাই করে দেখতে হবে। ডা. মোহিত কামাল বলেন, সাধারণত এ রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেকে রোগী বলে মনে করে না। তাই ডাক্তারের শরণাপন্ন হতে চায় না। এ ক্ষেত্রে প্যাথলজিক্যাল বা ওথেলো সিনড্রম রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা বেশ কঠিন হয়ে পড়ে। এমনকি চিকিৎসার উদ্যোগ নেওয়া হলে অনেক সময় বিষয়টি তার অনধিকার চর্চা ও অন্যায় আচরণ বলে মনে হয়।

তবে চিকিৎসকের কাছে নিয়ে আসা হলে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধে এ রোগী সুস্থ হয়ে উঠতে পারে। চিকিৎসকরা বলেন, এ রোগের উপসর্গ শুরু হয় কোনো ধরনের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। মা-বাবাও বুঝতে পারেন না, তাঁর সন্তান অসুস্থ। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।