আমি চির-বিদ্রোহী বীর........ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির! একদা এক সহজ সরল লোক এক পিরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা কুমড়া গাছে কি তাল ধরে? পির তখন ঝিম ধরে ঘুমাচ্ছিলেন তাই তিনি বললেন, হ্যাঁ? তাতেই সেরেছে, ঐই সহজ সরল লোক ভাবলেন তার পির হ্যাঁ বলেছেন তাই সে বাড়ি গিয়ে তার বাড়ির আঙ্গিনায় একটা কুমড়া গাছ লাগিয়ে দিল। ঘুম ভাঙ্গার পর পির তার এক মুরিদ কে জিজ্ঞাস করলেন আমি যখন ঘুমাইতে ছিলাম তখন কি ঐ লোক আমাকে কোন কিছু জিজ্ঞাসা করেছিলো? তখন ঐ মুরিদ ঘটনাটা বললেন। পির বললেন ঠিকআছে সেটা পরে দেখা যাবে। কিন্তু সমস্যাতো বাদলো কিছুদিন পর যখন গাছে কুমড়া ধরা শুরু করলো তখন। যথারীতি ঐ সহজ সরল লোক তার গাছের প্রথম কুমড়া নিয়া তার পিরের কাছে গেলেন এবং বললেন এটা তো তাল না কুমড়া।
জবাবে পির বললো এটাই তাল, আর আমি যা বলবো এটা সেটাই। সহজ সরল লোকটি তখন বললো হ্যাঁ গুজুর এটাই তাল, এবং সে সব সময় কুমড়াকে তাল হিসেবেই চিনে।
আমাদের দেশের রাজনীতি এখন চলছে সেই নিয়মে। দলের প্রধান যদি এখানে রাত বারটায় মন্ত্রী এমপি ও রাজনীতিবিদদের বলেন দেখ কি সুন্দর সূর্য উঠেছে, আর তাতেই দলের সবাই হ্যাঁ বলে মাথা নাড়াবেন, এবং একজনও না বলে মাথা নাড়াবেন না, আর যদি কেউ কখনো মাথা নাড়ানও তাহলে প্রধান বলবেন তিনি যেটা বলেছেন সেটাই ঠিক। শুধু তাই নয় আমাদের দেশে মোশাহেবী ও চাটুকারীতা এখন সর্বক্ষেত্রে লক্ষ করা যায়।
বিশ্ববিদ্যালযের উপাচার্য ও পুলিশ থেকে শুরুকরে সবাই এখন চাটুকার।
যে কোন লোককে সম্মান দেখানো ভালো, দলীয় প্রধানকে সম্মান দেখানোতো আরও ভালো। কিন্তু সম্মানের নামে অন্যকে প্রতিনিয়ত মোশাহেবি বা চাটুকারী করা কি ঠিক? প্রতিটা লোকেরই তার আত্বসম্মানবোধ থাকা উচিত, সেটা মন্ত্রী এমপি, বিশ্ববিদ্যালযের উপাচার্য, পুলিশ ও রাজনীতিবিদদের বেলায় তো আরো বেশি। আমরা আসা করি আমাদের মন্ত্রী এমপি, বিশ্ববিদ্যালযের উপাচার্য, পুলিশ ও রাজনীতিবিদেরা মোসাহেবী বা চাটুকারীতায় নয় বরং তাদের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিবেন এবং মানুষের কল্যানে কাজ করে যাবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।