দৌড়ের উপর আছি
বলিউডের দাবাংরাণী সোনাক্ষী সিনহার মুখে থুতু দিয়েছেন রনভির সিং!। না, এটি ছবির কোন দৃশ্য নয়, বাস্তব ঘটনা ।
সোনাক্ষী এবং রণভির অভিনীত ‘লুটেরা’ সিনেমার সেটে শুটিং এর সময় এ কাণ্ড করেছেন রণভির। আর এ ঘটনায় রেগেমেগে শুটিং সেট থেকে বের হয়ে যান সোনাক্ষী।
রণভির বলেন, “সোনাক্ষী সিনহা প্রচণ্ড রাগ করে ছবির সেট থেকে বের হয়ে গিয়েছিল।
পূর্বে আমার সাথে এরূপ ঘটনা কখনই ঘটেনি। একটা দৃশ্যে সোনাক্ষীকে আমি শক্ত করে জড়িয়ে ধরে বলছিলাম, `তুমি কি পুলিশ ডাকবে? `আসলে সেসময় আমি চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিলাম, আর সংলাপ বলার সময় হঠাৎ করেই আমার মুখে দিয়ে থুতু বের হয়ে যায়। ”
ঘটনার পর রণভির অবশ্য তার সহঅভিনেত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।
ও হেনরির ছোট গল্প `দ্যা লাস্ট লীফ` অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ান। এ বছরের ৫ জুলাই ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
সুত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।