স্পোর্টসইনবিডিডটকম বর্তমানে মুড়ি মুড়কির মতো ওয়েবসাইট বের হচ্ছে, কিন্তু কয়েকদিন ধারাবাহিক হয়ে আবার অনিয়মিত হয়ে পড়ছে সবাই। অবশ্য যে প্রতিযোগীতা বর্তমান বাজারে সেখানে টিকে থাকাই দায়। তবু এরমাঝে একদল স্বপ্নবাজ তরুণরা মিলে বের করেছি স্পোর্টসইনবিডিডটকম ওয়েবসাইটটি। খেলাধূলা নিয়ে অনেক ওয়েবসাইট আছে বাংলায়, তবে তাদের ডেডিকেশন কতোটুকু বলতে পারবো না, আমাদের শতভাগ ডেডিকেশন রয়েছে। আমরা বলতে পারছি না বাংলাদেশের সর্বপ্রথম স্পোর্টসনিউজ বিষয়ক পত্রিকা, আমরা বলছি the fastest sports news community in bangladesh হ্যাঁ, আমরা শুধু নিউজ পত্রিকা হিসেবেই থাকতে চাই না, আমরা চাই একটি কমিউনিটি গড়ে তুলতে যেখানে প্রত্যেকে খেলা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত রাখবে! সবাইকে সাইটে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি। sportsinbd.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।