প্রদীপ হালদার,জাতিস্মর। বিকেলবেলার খেলাধূলার এক অনাবিল আনন্দে মাতিয়া যাই ডুবি ডুবি করে সূর্য্যি ডুবিছে পৃথিবীতে আঁধার নামিয়া যায়। হিমেল হাওয়া বহিয়া চলিছে সন্ধ্যাদীপ জ্বলিয়া যায় আকাশের বুকে উঠিয়া চাঁদ আলোয় ভরিয়া যায়। ফুটি ফুটি করে ফুটিছে তারা নীল আকাশের গায় তুমি আমি বসে আছি ঘরের দাওয়ায় গল্পে মাতিয়া যাই। কোনো একসময় রাতের নির্জনতায় আমি ডুবিয়া যাই ঝিঁঝিঁ পোকার ডাকে কতোনা ভাবনা মনে আসিয়া যায়। রাতের পৃথিবী স্বপ্ন নিয়ে চাঁদ তারাদের মাঝে হারিয়া যায় দিনের আকাশ সূর্য নিয়ে এক অনাবিল আনন্দে মাতিয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।