ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । ।
আমাদের যেমন লালন পীঠস্থান কুষ্টিয়ার ছেউড়িয়া, ভারতের পশ্চিমবঙ্গে তেমন নদীয়া জেলার গ্রাম, গোরভাঙা। এ এক অনন্য, অসাধারণ গ্রাম, যে গ্রামে সবাই গান গায় ! প্রায় ১৫০ জন ফকির, বাউলের বাস এই গ্রামে। জমজমাট আখড়ায় চলে প্রধানত লালন ফকিরের গানের চর্চা, পাশাপাশি জালাল শা, হাসন রাজা ও আরও অনেক বাউল সাধকের লোকগান।
৭/৮ বৎসর আগেও গ্রামটি ছিল হত দরিদ্র, আর হবে নাইবা কেন ? কর্মক্ষমরা লাঙ্গল দিয়ে জমি না চষে, দোতারা দিয়ে গানের ফসল ফলান ! অবশ্য এই আধুনিক যুগে, কোনও না কোনও ভাবে তাদের কথা একে একে মানুষ জেনে গেছে, এখন এই গ্রামের গোলাম ফকির, আরমান ফকির, আক্কাস ফকির, খইবর ফকির, খেজমত ফকির, বাবু ফকিররা ভারতে আর দুনিয়াজুড়ে গান গেয়ে বেড়ান। গ্রামটির সেই হতশ্রী রূপ এখন আর নেই, অনেক সমৃদ্ধি, অনেক পরিবর্তন। কেবল একটা ব্যাপার বদলায় নি, আগের মতই আছে – সেটা হল, ঘরে ঘরে আর আখড়ায় বাউল ফকিরের গান।
গোরভাঙার গান - ১ম পর্ব
১। মানুষ ভজলে সোনার মানুষ হবি ( লালন ফকির ) – বাবু ফকির
২।
কেন জিজ্ঞাসিলে খোদার কথা (লালন ফকির) – গোলাম ফকির
৩। কি ভাব নিমাই তোর অন্তরে ( লালন ফকির ) – বাবু ফকির
৪। কবে সাধুর চরণ ধূলি ( লালন ফকির ) – আরমান ফকির
৫। গুরু তুমি পতিত পাবন ( লালন ফকির ) – আক্কাস ফকির
৬। ভজ মুর্শিদের কদম এইবেলা (লালন ফকির) – গোলাম ফকির
৭।
লোকে বলে বলে রে ( হাসন রাজা ) - বাবু ফকির
৮। রসিক মিলাইছে প্রেমের মেলা ( হাসান ) – গোলাম ফকির
৯। মানুষ ভগবান ( নারায়ন দাস) – বাবু ফকির
১০। বল রে নিমাই বল আমারে ( লালন ফকির ) – বাবু ফকির
১১। রাখো কিম্বা মারো ( আব্দুল করিম ) – আক্কাস ফকির
১২।
বৃন্দাবনের পথে যাবো ( ভবা পাগলা ) – গোলাম ফকির
১৩। ঐ চরণে দাসীর যোগ্য নই ( লালন ফকির ) – আক্কাস ফকির
১৪। হরি তোমার সর্বরূপে মাতৃরূপ সার ( নীলকণ্ঠ ) - বাবু ফকির
১৫। অচিন মানুষ ফিরছে দেশে (লালন ফকির) – গোলাম ফকির
১৬। বাউলা কে বানাইল রে ( হাসন রাজা ) - বাবু ফকির
১৭।
ধন্য রে আশকি জনা (লালন ফকির) – গোলাম ফকির
১৮। ভাণ্ডারী আমার ডাকি বারে বার ( প্রচলিত ) - আক্কাস ফকির
১৯। রাসুলকে চিনলে পরে (লালন ফকির) – গোলাম ফকির
২০। মমিনের কালেবে আল্লার ঘর ( হাসান ) - বাবু ফকির
২১। আওলাদ এ রাসুল ( আবদুল্লা ) – আরমান ফকির
২২।
হালসে বেহাল দীনের কাঙাল ( পাঁচু শা ) – গোলাম ফকির
২৩। ধন্য মায়ের নিমাই ছেলে ( লালন ফকির ) – বাবু ফকির
২৪। হাউ মাউ করে কাঁদলে পরে (লালন ফকির) – গোলাম ফকির
২৫। রাসুল রাসুল বলে ডাকি ( লালন ফকীর ) – আরমান ফকির
২৬। মানুষ থুয়ে খোদা ভজা ( জালাল শা ) - গোলাম ফকির
২৭।
দয়াল নিতাই কারেও ফেলে যাবে না ( লালন ফকির ) – বাবু ফকির
২৮। ও দাতা দিয়ো না খালি ফিরায়া ( গফুর পাগলা ) – গোলাম ফকির
২৯। কোন কিতাবে লেখা আছে গো ( মনসুর চিস্তি ) – বাবু ফকির
৩০। মরলেও দেখা আমি পাই যেন তোরে ( জালাল শা ) - গোলাম ফকির
গোরভাঙার গান - ২য় পর্ব
১। মুর্শিদ চাঁদ বাবা আমার ( আশমত ফকির ) – নুর আলম
২।
মদন নল ভরে লাফিয়ে পড়ে ( আজহার ফকির ) – নুর আলম
৩। আমার মনের কথা ( পাঞ্জু শা ) – খৈবর ফকির
৪। দেখা দিবে কি তোরে লো রাধে ( বিনোদিনী ) – খেজমত ফকির
৫। আমি ধর্মের মর্ম বুঝি না ( নকুল সরকার ) – খৈবর ফকির
৬। মানুষ খেলছে বাঁকা নলে ( গোসাই গোপাল ) - খেজমত ফকির
৭।
জাতের বড়াই কিরে ভাই ( পাঞ্জু শা ) – খৈবর ফকির
৮। জীবন নদীর কুলে কুলে ( ভবা পাগলা ) – নুর আলম
৯। মুসলমানে বলে আল্লাহ ( দুদ্দু শা ) - খৈবর ফকির
১০। আশা সিন্ধুর তীরে ( লালন ফকির ) – নুর আলম
১১। মায়া গঙ্গা যমুনা সরস্বতী ( হাউড়ে গোঁসাই ) - খেজমত ফকির
১২।
বলাই দাদা ( লালন ফকির ) – নুর আলম
১৩। একটি ফুল ফুটেছে ( নীলকণ্ঠ ) - খেজমত ফকির
১৪। কি হবে আমার গতি ( লালন ফকির ) – নুর আলম
১৫। সত্যবাদী জিতেন্দ্রিয় হওরে ( হাউড়ে গোঁসাই ) - খেজমত ফকির
১৬। সাধ্য কিরে ( লালন ফকির ) - খৈবর ফকির
১৭।
আমি কাঙাল দয়াল গুরু ( লালন ফকির ) – নুর আলম
১৮। বিনা পাগালে গড়িয়ে কাঁচি ( লালন ফকির ) - খৈবর ফকির
১৯। আহা কি মধুর লীলা ( রাজকৃষ্ণ ) - খেজমত ফকির
২০। গোয়াল ভরা পুষলে ছেলে ( লালন ফকির ) – নুর আলম
২১। এমন মানব জনম ( লালন ফকির ) - খৈবর ফকির
২২।
নিবেদন আমার ( নীলকণ্ঠ ) - খেজমত ফকির
২৩। সাধ করে সাধন ( আশমত ফকির ) – নুর আলম
২৪। বাউলের আজ নাইরে বাউলা ( মুজিবর ) - খৈবর ফকির
২৫। তুমি পাপী তাপি উদ্ধারিতে ( আশমত ফকির ) – নুর আলম
২৬। গৌর মিলে নারে ভাই কৃষ্ণ মিলে না ( সুধীর গোঁসাই ) – নুর আলম
২৭।
আলেপ দিয়ে টোকা মারো ( লালন্ ফকির ) – নুর আলম
২৮। মনরে আর বোঝাই কিসে ( লালন ফকির ) – বাবর আলি
২৯। পার করো দয়াল ( লালন ফকির ) - খৈবর ফকির
৩০। সবে মিলে আয়গো চলে ( আহসান আলি ) – নুর আলম
৩১। ডুবে দেখো দেখি ( লালন ফকির ) - খৈবর ফকির
৩২।
দিন থাকিতে ( লালন ফকির ) - খৈবর ফকির
ডাউনলোড :
গোরভাঙার গান - ১ম পর্ব - ১৫৬ মেগাবাইটস
গোরভাঙার গান - ২য় পর্ব - ১৫০ মেগাবাইটস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।