বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে প্রথমে খেলা গড়াপেটা, তারপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের ঝামেলা, অতপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়ের আমেরিকান মহিলার শ্লীলতাহানি এবং সব শেষে কয়েকজন বুকি ধরা পরা। সব মিলিয়ে ভারতের সব টেলিভিশনে এখন শুধুই "আই পি এল"। 5ম "আই পি এল"এর টি আর পি শুরু থেকেই তলানিতে, কোন ম্যাচেই দর্শক আসন ভরাতে ব্যার্থ ফ্রানচ্যাইজী গুলি ।একমাত্র ব্যাতীক্রম পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, যারা টানা 11টা ম্যাচে হারলেও মাঠে দর্শকদের ভির চোখে পরার মতো। এখন প্রশ্ন একটাই, আই পি এল, কমিটির এত চেষ্টার পরও দর্শকরা যদি আই পি এলের দিকে মুখ তুলে না তাকান তা হলে "আই পি এল 6 " এর ভবিষ্যত কি ? এর উত্তর এক মাত্র ভবিষ্যতই দিতে পারবে......দেখা যাক শেষমেষ কি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।