আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নায়িকা সমাচার

মাহী

২০১২ সালে 'ভালোবাসার রঙ' চলচ্চিত্রের মাধ্যমেই অভিনয়ে আসেন মাহী। চলচ্চিত্রটি মুক্তি পেলে তার সুঅভিনয় দর্শক-নির্মাতার নজর কাড়ে। এর পর 'অন্যরকম ভালোবাসা', 'ভালোবাসা আজকাল'সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন মাহী। শেষ দুটো চলচ্চিত্রেও মাহীর কাজ প্রশংসিত হয়। বর্তমানে ঢালিউড ক্রেজে পরিণত হয়েছেন নতুন এ নায়িকা।

 

পিয়া

২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট জয়ের মাধ্যমে মিডিয়াতে আসেন মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া। ক্যারিয়ারের শুরুতে 'চোরাবালি' চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও তারকা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন পিয়া। ৮ মার্চ ভারতে অনুষ্ঠিত 'ইন্ডিয়ান প্রিন্সেস' প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুটটি মাথায় তুলে নেন তিনি। বলিউডের জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

এ প্রতিযোগিতায় বেস্ট হেয়ার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। এর পর মিসরের 'ওয়ার্ল্ড টপ মডেল-২০১৩' প্রতিযোগিতায়ও অংশ নেন। বর্তমানে 'দ্য স্টোরি অন সামারা' শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন পিয়া।

 

স্বর্ণা

ছোট পর্দায় নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রোমানা ইসলাম স্বর্ণা। সুঅভিনয়ের কারণে বড় পর্দার নির্মাতাদের দৃষ্টি কাড়েন তিনি।

তাও আবার দুই বাংলায়। স্বর্ণা কলকাতায় অভিনয় করেছেন সুমনাথ চক্রবর্তীর 'মুন এভেনিউ' চলচ্চিত্রে। সেখানে চলচ্চিত্রের পাশাপাশি একটি সিরিয়ালেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর ঢাকায় তন্ময় তানসেনের 'পদ্ম পাতার জল' ও 'রানআউট' চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রের পাশাপাশি 'ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম', 'টো টো কোম্পানি', 'সাহেব বাবুর বৈঠকখানা', 'রোদ'সহ বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন স্বর্ণা।

বড়পর্দায় সাফল্যের দরজায় কড়া নাড়ছেন তিনি।

 

রুহী

২০০৭ সালে অমিতাভ রেজা পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু রুহীর। এ র্যাম্প মডেল এরই মধ্যে কলকাতা ও ঢাকায় বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন। এগুলোর মধ্যে ঢাকায় ইসমত আরা শান্তির 'মায়ানগর' ও মনসুর আলী খানের 'সংগ্রাম' এবং কলকাতায় মহুয়া চক্রবর্তীর 'গ্লামার' ও 'স্পর্শ' চলচ্চিত্রে অভিনয় করছেন রুহী। চলচ্চিত্রেই নিয়মিত হবেন তিনি।

 

আলিশা

র্যাম্প মডেল আলিশার প্রথম অভিনীত চলচ্চিত্র হচ্ছে রাফায়েলের '৬৯ পাতলা খান লেন'। এ চলচ্চিত্রটি এখনো মুক্তি না পেলেও দক্ষ কাজের স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যে চাষী নজরুল ইসলামের 'ভুল যদি হয়', ইসমত আরা শান্তির 'মায়া নগর', শাহীন কবির টুটুলের 'এই তো ভালোবাসা' চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। চলতি সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন খাজা তারেকের 'জলে ভাসা পদ্ম' চলচ্চিত্রে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.