আমাদের কথা খুঁজে নিন

   

মহারনের পর্দা উঠল বলে-"উএফা চ্যাম্পিয়নস লীগ" ফাইনাল

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা আজ সেই মহারনের দিন। হ্যাঁ, আমি ইউরোপ সেরা ক্লাবগুলোর সেরাদের সেরা লড়াইয়ের কথা বলছি। এইবার এই সেরাদের সেরা লড়াইয়ে যারা শিরোপা ঘরে তোলার লড়াই করবে সে দুটি দল হল 'এফসি বায়ান্ মিউনিখ' এবং 'চেলসি ফুটবল ক্লাব'। আজকের লড়াইটা জমজমাট একটা লড়াই হবে। আমরা যারা ফুটবল প্রেমী তারা, অতীব উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আশা করছি।

তবে এখানে বলার অপেক্ষা রাখেনা যে, 'এফসি বায়ান্ মিউনিখ' একটু বেশি চাপে থাকবে, কারন তাদের নিজেদের মাঠে খেলা, তাই আশা তাও বেশি, এটাও বলতে হয়,সম্ভাবনা ও বেশি। কারন নিজেদের মাঠে নাকি শেয়াল ও বাঘ হয়ে জায়...আর এ তো 'এফসি বায়ান্ মিউনিখ' এর মত ভাল একটি দল। তবে চেলসির আত্মবিশ্বাস ও অনেক বেশি। যদিও "ইংলিশ প্রিমিয়ার লিগে" তাদের অবস্থান এবার মোটেও ভালনা...কিন্তু, "তারা যেভাবে "এফ এ কাপ" এবং "বার্সেলোনার" মত জায়ান্ট দলকে হারিয়ে ফাইনাল এ উঠেছে...তাদের তো আর হেলাফেলায় ভাসা দল ধরা যায় না। তবে, এবারের ঊএফা টা তে সবাই ভেবেছিল যে ফাইনাল হবে আরেকটি "এল ক্লাসিকও" ।

তবে সবার ধারনা কে ধুলি দিয়ে বায়ার্ন হারাল গ্যালাক্টিকোদের আর চেলসি হারাল কাতালানদের। শক্তির দিক দিয়ে বিচার করতে গেলে 'এফসি বায়ান্ মিউনিখ' কে একটু এগিয়ে রাখতে হয় তাদের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী। বিশেষ করে একটি নাম "মারিয়ো গমেজ" এর কথা বলতে হয়। এছারা সয়াইনসটাইগার, রবেন , টনি ক্রুস, মুলার, রিবেরি এরা তো আছেই। অপরদিকে চেলসির তরেস, দ্রগবা, মাটা, লাম্পারড, কালও,ডেভিড লুইয এরা ঠেকাবে ওদের।

যাইহোক...এখন আসি প্রেডিকশন নিয়ে কথায়। যদিও আমি ইংলিশ ফুটবল এর ভক্ত, তবুও এগিয়ে রাখতে পারছিনা চেলসি কে। তবে প্রেডিকশন এর কথায় যখন আসলাম তখন আমার প্রেডিকশন হল...৯০ মিনিট এ ২-২ হবে, এরপর অতিরিক্ত সময় এ চেলসি আরেকটি গোল দিবে...অর্থাৎ আমার মনে হচ্ছে চেলসি ৩-২ গোল এ জিতবে......আপনারা কি বলেন? মোটকথা... একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাব এই কামনা করে আজ শেষ করছি। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.