ভাবছিলাম লিখবো কিনা আর লিখলেও বা কি লিখবো!!! আমি তো আর লেখক নই যে লিখে মনের ভাব পূরোটা প্রকাশ করতে পারব। জীবনের অনেকটা সময় পার করে দিলাম এই ক্যাম্পাসে। মনে পড়ে হলের সেই প্রথম দিনটির কথা। জীবনের প্রথম হল লাইফ, বুক ধুক ধুক করছে। কেমন হবে আমার রুমমেটরা, কেমন হবে সহপাঠীরা।
কিছুই জানিনা। ডা; ফজলে রাব্বী হলের ২৮ নম্বর রুমে উঠলাম আমি, সাথে ছিলো ফুয়াদ, জাহিদ, মাসি রাজিব আর জামাই সুমন। নতুন করে আবিষ্কার করলাম নিজেকে সম্পূর্ণ নতুন পরিবেশে। সন্ধার পর সুপিন আর জয়ন্তদের সাথে রুমের দরজা ধাক্কাধাক্কি, খুনসুটি... আর রাত গভীর হলে ফুয়াদ আর জাহিদের সুর করে পুঁথিপাঠ(?) আরেকটু গভীর রাত হলে রাজিবের বিশেষ(?) সিনেমা দেখতে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে টিভির রুমে গমন। ভোর রাতে মাঝে মাঝে ভয়ংকর শব্দের ঘুম ভেঙ্গে যেত, শুনতাম বাহলুল নাকি স্কেটিং করছে সকালে ঘুম থেকে উঠে টয়লেটের জন্য লাইন দেয়া..... আবার ক্লাস শেষ করে এসে আড্ডা সেগুলি তো কখনোই ভুলার নয়।
প্রচন্ড বৃষ্টির মাঝে মাঠে ফুটবল খেলা, বাস্কেটবল মাঠে ক্রিকেট, বিকেলে ছাদে বাতাস খাওয়া, কখনোই মনে হয়নি প্রিয়জনদের ছেড়ে অন্য কোথাও এসেছি। এই হলের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে স্বাবলম্বি হতে শিখিয়েছে। বন্ধুদের সব কাজে সহযোগিতা না থাকলে বোধহয় ১দিনও টিকতে পারতাম না অনেকদিন কেটে গেছে মাঝে, অনেক কৃষ্ণচূড়ার ফুল ঝরেছে এর মাঝে, কিন্তু সেইদিনগুলি আজো মনের মাঝে উজ্জ্বল। সেই স্মৃতিগুলির গাএ ধুলা জমে, ঝাপসা হয় কিন্তু কখনো মুছে যায়না। যখন একা থাকি, নিজেকে নিয়ে ভাবি তখনি আবার সেই ঝাপসা সৃতিগুলি ফিরে ফিরে আসে।
Miss you guys Miss you Room 28, Dr. Fazle Rabbi Hall, DMCH ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।