তোমাদের পাগল বন্ধু
ফেসবুকে ইদানীং কয়েকজন প্রায়ই বলে বাবাকোয়ার একটা স্ক্যাচ এঁকে ফেলার জন্য। অলস মানুষ বলে আঁকা হয়ে ওঠে না। বেকারদের ব্যস্ততা বেশি। পরীক্ষা শুরু হচ্ছে- তাই আমার ব্যস্ততা কমে গেছে। শিল্প সাধনায় মনোযোগ দিয়েছি এখন।
ছবিটা গতকাল এঁকেছিলাম। কলম দিয়ে আঁকার পর যখন রঙ করতে গেলাম- দেখি আমার সাধের ফেবার ক্যাসলের রঙ পেন্সিলগুলো বুড়ো হয়ে গেছে (১৪ বার ঘষলে রঙ হয়, সেই রঙের দিকে তাকানো যায় না!) তাই উপায় না দেখে ফটোশপে দিয়ে ডিজিটাল ভাবে আলকাতরা মাখানোর কাজটা করলাম। চুনকাম শেষে যা দাঁড়িয়েছে তা দিয়ে দিচ্ছি আজ।
চরিত্র গুলোকে চেনার কথা। তাও বলে দিচ্ছি কে কে আছে এখানে।
কারণ দু এক জনকে এখনো আনা হয়নি গত তিন পর্বে।
বাবাই, বিন্তি (ছাতা হাতে), বাবলি (আলুর বাটি পাশে যে বসে আছে), ফ্লাইট লেফটেনেন্ট কাক (হাফ প্যান্ট পরা, মাথায় ক্যাপ, পায়ে জুতা- ভাষণ দেয়ার ভঙ্গিতে দাঁড়ানো), লেফটেনেন্ট মুরগী, কমান্ডো চিফ ক্যাপ্টেন গেছো ব্যাঙ, বাবাইয়ের কুকুর "ভোট্টু"...... আর কেউ বাদ গেল নাকি?
মূল ছবিটার লিঙ্কঃ View this link
ফেসবুক লিঙ্কঃ View this link
যারা ক্যাপ্টেন বাবাকোয়ার গল্প তিনটা পড়েননি তাঁদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছিঃ
ক্যাপ্টেন বাবাকোয়াঃ View this link
ক্যাপ্টেন বাবাকোয়া রিটার্নস কঃ View this link
ক্যাপ্টেন বাবাকোয়া রিটার্নস খঃ View this link
বাবাকোয়া রিলোডেডঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।